খেলাধুলা ডেস্কঃ
ফার্স্ট লুক বলছে, ‘হরিয়ানার আইকন’ কপিল দেবকে নাকি হুবহু নিজের মধ্যে মিশিয়ে নিয়েছেন রণবীর। সবাই প্রশংসা করছেন ছবিতে রণভীরের লুকের।
এই মুহূর্তে রণভীর রয়েছেন লন্ডনে। কবীর খানের আগামী ছবি ‘৮৩’র শুটিং করছেন। সেখানে থেকেই তিনি আজ শনিবার, ৬ জুলাই সকালে ইনস্টাগ্রামে পোস্ট করেন ছবির ফার্স্ট লুক। সেই লুকে সাদা শার্ট পরা রণভীর বল হাতে স্পিন করছেন। তার তীক্ষ্ণ নজর যেন প্রতিপক্ষের ব্যাটসম্যানের দিকে।
ছবির পটভূমিকায় ১৯৮৩-র বিশ্বকাপ। যেখানে ভারতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেছিলেন কপিল দেব। সেই চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে রণভীর সিংকে। ছবি নিয়ে উচ্ছ্বসিত রণভীর জানিয়েছেন, ‘আজ আমার জীবনের বিশেষ দিন। সেই দিনেই সামনে এল জীবনের সবচেয়ে সেরা মুহুর্তের ঝলক।’
ক্রিকেটার শিখর ধাওয়ান লুক দেখে প্রশংসা করেছেন রণভীরের। বলেছেন, লুক দেখে বোঝার উপায় নেই কে আসল কে নকল। আয়ুষ্মান খুরানা, অহনা কুর্মা, সায়নী গুপ্তা আর সান্যা মালহোত্রাও প্রশংসা করেছেন রণভীরের কপিল দেব লুকের।