ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

যে এসএসডি ড্রাইভ কম্পিউটারের গতি বাড়ায়

তথ্যপ্রযুক্তি:

কম্পিউটারের গতি কয়েকগুণ বাড়িয়ে দিতে প্রচলিত হার্ডডিস্কে এসেছে নতুন প্রযুক্তির সলিড স্টেট ড্রাইভ। প্রাযুক্তিক এই রূপান্তরে এগিয়ে থাকতে গেমিং নোটবুক এবং উন্নতমানের ডেস্কটপ পিসির জন্য দেশের বাজারে বেশ কয়েকটি মডেলের এসএসডি ড্রাইভ পরিবেশন করেছে টেক রিপাবলিক লিমিটেড।

পিসি ড্রাইভে বিশ্ব নন্দিত লেক্সার ব্র্যান্ডের এমনই একটি এসএসডি ড্রাইভ এনএম ৬১০ এম.২ মূলত উন্নত হার্ডওয়্যার প্লেয়ার, ই-গেমার এবং পেশাদার গ্রাফিক্স কাজে নতুন প্রজন্মের এই এসএসডিটি থ্রিডি NAND ফ্লাশ হিসেবে কাজ করে। ড্রাইভটি পিসিআইই (peripheral component interconnect express) জেন 3×4 ইন্টারফেস এবং নতুন নন ভোলাটাইল মেমোরি ১.৩ এক্সপ্রেস সমর্থন করে। ফলে ২ডি ফ্লাশের চেয়ে ভালো স্টোরেজ ঘনত্ব মিলবে ফ্লাশ ড্রাইভে।

এই ড্রাইভটি ২৫০ জিবি, ৫০০ জিবি এবং ১ টেরাবাইট ধারণ ক্ষমতায় মিলছে। সর্বোচ্চ তিন বছরের বিক্রয়োত্তর সেবা দিয়ে এই লেক্সার এসএসডি ড্রাইভটির মূল্য ধারণ ক্ষমতা ভেদে যথাক্রমে ৫ হাজার ২০০ টাকা, ৯ হাজার ৭০০ টাকা এবং ১৫ হাজার ৭০০ টাকা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ নিয়ে সুখবর

যে এসএসডি ড্রাইভ কম্পিউটারের গতি বাড়ায়

আপডেট সময় ০৭:৪৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯

তথ্যপ্রযুক্তি:

কম্পিউটারের গতি কয়েকগুণ বাড়িয়ে দিতে প্রচলিত হার্ডডিস্কে এসেছে নতুন প্রযুক্তির সলিড স্টেট ড্রাইভ। প্রাযুক্তিক এই রূপান্তরে এগিয়ে থাকতে গেমিং নোটবুক এবং উন্নতমানের ডেস্কটপ পিসির জন্য দেশের বাজারে বেশ কয়েকটি মডেলের এসএসডি ড্রাইভ পরিবেশন করেছে টেক রিপাবলিক লিমিটেড।

পিসি ড্রাইভে বিশ্ব নন্দিত লেক্সার ব্র্যান্ডের এমনই একটি এসএসডি ড্রাইভ এনএম ৬১০ এম.২ মূলত উন্নত হার্ডওয়্যার প্লেয়ার, ই-গেমার এবং পেশাদার গ্রাফিক্স কাজে নতুন প্রজন্মের এই এসএসডিটি থ্রিডি NAND ফ্লাশ হিসেবে কাজ করে। ড্রাইভটি পিসিআইই (peripheral component interconnect express) জেন 3×4 ইন্টারফেস এবং নতুন নন ভোলাটাইল মেমোরি ১.৩ এক্সপ্রেস সমর্থন করে। ফলে ২ডি ফ্লাশের চেয়ে ভালো স্টোরেজ ঘনত্ব মিলবে ফ্লাশ ড্রাইভে।

এই ড্রাইভটি ২৫০ জিবি, ৫০০ জিবি এবং ১ টেরাবাইট ধারণ ক্ষমতায় মিলছে। সর্বোচ্চ তিন বছরের বিক্রয়োত্তর সেবা দিয়ে এই লেক্সার এসএসডি ড্রাইভটির মূল্য ধারণ ক্ষমতা ভেদে যথাক্রমে ৫ হাজার ২০০ টাকা, ৯ হাজার ৭০০ টাকা এবং ১৫ হাজার ৭০০ টাকা।