বিনোদন ডেস্ক:
টলি ইন্ডাস্ট্রিতে বরাবরই ‘ঠোঁট কাটা’ হিসেবে পরিচিতি রয়েছে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের। এজন্য বহুবার নানা বিতর্কেও জড়িয়েছেন তিনি। কিন্তু তা সত্ত্বেও নিজের মতামত খোলাখুলি বলতেই পছন্দ করেন এই অভিনেত্রী। সেটার প্রমাণ মিললো আবারো।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে রবিবার নিজের একটি ছবি পোস্ট করেন স্বস্তিকা। গায়ে কালো রঙের কুর্তি, গলায় আফগানি হার, চোখে রোদ চশমা। বেগুনি রঙের লিপস্টিক পরে পাউটের ভঙ্গিমায় সেলফি তুলছেন অভিনেত্রী। হঠাৎই স্বস্তিকার পোস্টে একজন মন্তব্য করেন, ‘আপনাকে যৌনকর্মীর মতো লাগে।’ ওই কমেন্টে স্বস্তিকার ফ্যানেরা বেজায় চটে গেলেও, ঠাণ্ডা মাথায় গোটা ঘটনা সামাল দেন স্বস্তিকা।
প্রতিত্তরে স্বস্তিকা বলেন, ‘আমি যৌনকর্মীদের ভালবাসি। ওরাও সমাজের অংশ, তাই না? সমাজের যতো নোংরা নিজের শরীর দিয়ে পরিষ্কার করেন ওরা। তা না হলে সেই নোংরা আমার আপনার মতো ভদ্রলোকের বাড়িতে এসে ঢুকে পড়তো।’
তিনি লেখেন, ‘মাঝে মাঝে এসব মানুষের ‘স্টাইল’ অনুকরণ করা উচিত। তাদের একটু সম্মান দিলে সম্মান কমবে না। পতিতারাও মানুষ। আর আমি ওদের ভালবাসি। যৌনকর্মীদের স্টাইলকে আমার স্যালুট। আমি গর্বিত আমাকে ওদের মতো দেখতে লাগছে।’