বিনোদন ডেস্কঃ
ভারতে #মিটু মুভমেন্ট এসেছে তার হাত ধরেই। সেই তনুশ্রী দত্ত এবার ক্ষোভে ফেটে পড়লেন অজয় দেবগণের বিরুদ্ধে। অজয়কে দোষারোপ করলেন তিনি। তনুশ্রীর মতে, মুখে যাই বলুক না কেন, কাজে একেবারেই অন্য অজয়। জনসমক্ষে সাধু সাজলেও, অন্যরূপই ধরা পড়ে এই অভিনেতার।
অজয়ের ছবি দে দে প্যার দে-তে থাকছেন অলোকনাথ। অলোকনাথের বিরুদ্ধেও যৌনহেনস্থার অভিযোগ উঠেছিল। অনেকে তাকে আর কাজে নিতে চাইছিল না। এই অবস্থায় অজয় তার পাশে দাঁড়িয়ে, তাকে বলিউডে আবার ফিরতে সাহায্য করছেন। এতেই ক্ষোভে ফেটে পড়েছেন তনুশ্রী।
মেয়েদের যে সম্মানের লড়াই তনুশ্রী শুরু করেছিলেন তাতে বলিউডের অনেকেই সামিল হয়েছিলেন। অনেকেই মুখ খুলেছিলেন, ভাগ করে নিয়েছিলেন নিজেদের অভিজ্ঞতা।
অন্যদিকে অভিযুক্তরা অনেকে কাজ হারিয়েছিলেন। কিন্তু অলোকনাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ থাকা সত্ত্বেও তাকে কাজে নিচ্ছেন অজয়!
অথচ অজয়ই টুইট করে জানিয়েছিলেন যে এমন ব্যক্তিদের পাশে থাকবেন না তিনি বা তার সংস্থা। তারপরও কেন এমন পদক্ষেপ নিলেন এই অভিনেতা? অজয়ের এই পদক্ষেপ অনেক তারকাকে সাহস যোগাবে। ফলে অভিযুক্তরাও সেই সুযোগের অপব্যবহার করবেন বলে জানিয়েছেন তনুশ্রী।