ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

যৌন হেনস্তা, নানার বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিলেন তনুশ্রী

 বিনোদন:

বলিউডের বেশ কয়েকটি সিনেমায় ভাল কাজ করে নাম করেছিলেন তনুশ্রী দত্ত। কিন্তু খুব অল্প দিনই তাকে কাজ করতে দেখা যায়। কাজ ছাড়ার পর তনুশ্রীর চেহাড়াতেও বেশ পরিবর্তন আসে। তিনি অনেকটাই বদলে যান। কিন্তু তিনি যখন কাজ করতেন সেই সময় নানা পটেকর তার সঙ্গে অশালীন আচরণ করেন। সে কারণে তনুশ্রী #মিটু অভিযোগ আনেন নানা পটেকরের বিরুদ্ধে। সে মামলাও চলে নানার বিরুদ্ধে। তবে ওই মামলাও ক্লিন চিট সার্টিফিকেট পেয়ে যান নানা পটেকর।

 

এই কেসে তনুশ্রীকে আদালত কোনও শুনানি দিল না। কারণ, উকিল থেকে শুরু করে সকলে কোর্টে উপস্থিত থাকলেও ওশিওয়াডা পুলিশ অফিসের একজন অফিসারও সেদিন কোর্টে উপস্থিত না থাকার জন্য শুনানির ডেট পিছিয়ে গেল সেপ্টেম্বরের ৭ তারিখ। তবুও তনুশ্রী ছাড়ার পাত্রী নয়। এই লড়াইয়ের শেষ তিনি দেখে ছাড়বেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগর উপজেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন শারমিন ও ফয়সাল

যৌন হেনস্তা, নানার বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিলেন তনুশ্রী

আপডেট সময় ০২:৩৯:২২ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০১৯
 বিনোদন:

বলিউডের বেশ কয়েকটি সিনেমায় ভাল কাজ করে নাম করেছিলেন তনুশ্রী দত্ত। কিন্তু খুব অল্প দিনই তাকে কাজ করতে দেখা যায়। কাজ ছাড়ার পর তনুশ্রীর চেহাড়াতেও বেশ পরিবর্তন আসে। তিনি অনেকটাই বদলে যান। কিন্তু তিনি যখন কাজ করতেন সেই সময় নানা পটেকর তার সঙ্গে অশালীন আচরণ করেন। সে কারণে তনুশ্রী #মিটু অভিযোগ আনেন নানা পটেকরের বিরুদ্ধে। সে মামলাও চলে নানার বিরুদ্ধে। তবে ওই মামলাও ক্লিন চিট সার্টিফিকেট পেয়ে যান নানা পটেকর।

 

এই কেসে তনুশ্রীকে আদালত কোনও শুনানি দিল না। কারণ, উকিল থেকে শুরু করে সকলে কোর্টে উপস্থিত থাকলেও ওশিওয়াডা পুলিশ অফিসের একজন অফিসারও সেদিন কোর্টে উপস্থিত না থাকার জন্য শুনানির ডেট পিছিয়ে গেল সেপ্টেম্বরের ৭ তারিখ। তবুও তনুশ্রী ছাড়ার পাত্রী নয়। এই লড়াইয়ের শেষ তিনি দেখে ছাড়বেন।