জাতীয়:
রংপুরে ৪ মণ গাঁজাসহ ২৪৫ বোতল ফেনসিডিল আটক করেছে র্যাব-১৩। বৃহস্পতিবার ভোরে জেলার পীরগঞ্জ ও কাউনিয়া উপজেলায় অভিযান চালিয়ে এই মাদক আটক করা হয়। এ সময় এক নারী মাদক ব্যবসায়ীসহ চারজনকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন রংপুর র্যাব-১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস।
তিনি জানান, গোপনে খবর পেয়ে রংপুর র্যাব-১৩ বৃহস্পতিবার ভোরে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি কাভার্ডভ্যানে তল্লাশি করে বিশেষ পদ্ধতিতে রক্ষিত ৯৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মো. সুজন মিয়া (২১) মো. আরিফ হোসেনকে (২৬) গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে রংপুরের কাউনিয়া উপজেলার চন্ডিপুর অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. আবুল হোসেনকে (৫০) গ্রেফতার করা হয়। এ সময় তার বসত বাড়ির সামনের উঠানে রক্ষিত ট্রাকের বডিতে বিশেষ পদ্ধতিতে ফিটিং অবস্থায় স্টিল ট্রাংকে রক্ষিত ৫৯ কেজি গাঁজা এবং ২৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, দুইটি পৃথক অভিযানে এক নারী মোট ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে ১৫৭ কেজি গাঁজা ও ২৪৫ বোতল ফেনসিডিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত চারজন অপরাধ স্বীকার করেছেন।