আন্তর্জাতিক:
ভারত-পাকিস্তান সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গোলাগুলিতে পাঁচ ভারতীয় ও তিন পাকিস্তানী সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গাফুর নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় এ তথ্য জানান। তার বরাত দিয়ে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডনের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সীমান্তে গোলাগুলিতে নিহত তিন পাকিস্তানি সেনা সদস্যের পরিচয় প্রকাশ করা হয়েছে ডনের ওই প্রতিবেদনে। তারা হলেন নায়েক তানভির, ল্যান্স নায়েক তৈমুর ও সিপাহি রমজান। তবে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ১৫ আগস্ট ভারতজুড়ে স্বাধীনতা দিবস পালিত হলেও সম্প্রতি জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া, মানবাধিকার লঙ্ঘন ও সান্ধ্য আইনের প্রতিবাদে এ দিনটিকে ‘কালো দিন’ হিসেবে পালন করছে পাকিস্তান।