বিনোদন ডেস্কঃ
এক সময় রণবীর ও আনুশকার প্রেমের খবর নিয়ে বেশ আলোচনা চলছিল। কিন্তু তা আর বেশি দূর গড়ায়নি। ভেঙে যায় তাদের সম্পর্ক।
এরপর গত বছর শেষের দিকে ধুমধাম করে বিরাট কোহলিকে বিয়ে করেন আনুশকা শর্মা। এতদিন পর এসে রণবীরের সঙ্গে প্রেম না করার কারণ জানালেন আনুশকা।
সম্প্রতি কর্ণ জোহরের একটি শো-এ গিয়ে নাকি মজা করেই মুখ খুললেন আনুশকা। বলেন, ‘আমি কেন রণবীরের সঙ্গে ডেট করিনি জান? ও খুব নোংরা ছেলে…।’
২০১০-এ মুক্তি পেয়েছিল ‘ব্যান্ড বাজা বারাত’। সেই ছবিতে জুটি বেঁধেছিলেন রণবীর-আনুশকা। খবর: আনন্দবাজার