বিনোদন ডেস্ক:
বলিউডে খুব একটা শক্ত অবস্থান এখনো তৈরি হয়নি অভিনেত্রী বানী কাপুরের। তবে সম্প্রতি হৃতিক রোশন ও টাইগার শ্রফের ‘ওয়ার’ সিনেমায় তার অভিনয় প্রশাংসা কুড়িয়েছে। আগামী ছবিতে তিনি অভিনয় করবেন রণবীর কাপুরের বিপরীতে।
এছাড়া রণবীর সিং ও সুসান্তের শারীরীক গঠনও আকৃষ্ট করে বানীকে। অকপটে তা স্বীকার করেছেন তিনি।
সুসান্তের সিনেমা শুদ্ধ দেশি রোমান্সে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল বানীর। এছাড়ার রণবীর সিংয়ের বিপরীতে বানী অভিনয় করেন বেফিকরে সিনেমায়। এরপর একে একে বেশকয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। নতুন সিনেমা ‘সামশেরা’ তে রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করবেন তিনি।