এন এ মুরাদ, মুরাদনগর।
কুমিল্লার মুরাদনগর উপজেলার রহিমপুর হেজাজীয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় ২৬ জন শিক্ষার্থীর হিফজুল কুরআন সমাপনী উপলক্ষে পাগড়ী প্রদান ও ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “সরকারি এতিমখানাগুলোতে ছাত্রপ্রতি ৪ হাজার টাকা অনুদান দেওয়া হলেও বেসরকারি এতিমখানায় দেওয়া হয় মাত্র ২ হাজার টাকা। বর্তমান বাজার পরিস্থিতিতে এই অর্থে একজন ছাত্রের মাস চলা সম্ভব নয়। তাই এতিম ও দুস্থ শিক্ষার্থীদের অনুদান কমপক্ষে ৩ হাজার টাকায় উন্নীত করার আহ্বান জানাই।”
মুফতী নোমান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সমাজসেবা অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী।
এতে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, মেজর (অব.) একে এম হাফিজ আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কবির আহমেদ, ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী ও মাওলানা হাবিবুল্লাহ হেলালী।
এসময় আরও উপস্থিত ছিলেন মাওলানা মুফতী আবুল হাসান, হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা ওবায়দুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে হিফজ সমাপনকারী ২৬ জন শিক্ষার্থীকে পাগড়ী পরিয়ে সম্মানিত করেন প্রধান অতিথি মো. নুরুল ইসলাম পাটোয়ারী। তিনি বলেন, “কুরআনের হাফেজরা জাতির নৈতিক দিশারি। তাদের মাধ্যমেই সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব।”
অনুষ্ঠানটি পরিচালনা করেন জামিয়া হেজাজীয়া দারুল আরকাম ও রহিমপুর হেজাজীয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার পরিচালক মো. কাজী লোকমান।
মুরাদনগর বার্তা ডেস্ক : 

















