ঢাকা ০২:২৪ অপরাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে ৫০ কোটি টাকার জাল স্ট্যাম্পসহ আটক ৩

জাতীয় ডেস্কঃ

রাজধানীর রূপনগর ও মিরপুর এলাকায় জাল রেভিনিউ স্ট্যাম্প তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব-১০। অভিযানে মালিক ও কারিগরসহ তিন জনকে আটক করা হয়েছে। এসময় ৫০ কোটি টাকা সমমূল্যের জাল স্ট্যাম্প ও স্ট্যাম্প তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

রোববার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর রূপনগরের ইস্টার্ন হাউজিংয়ের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. মোতাহার মিয়া (২৬), মো. মিকাইল মিয়া (২০) এবং মোছা. আম্বিয়া পারভেজ লুপা (২০)।

র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, রোববার (৩০ অক্টোবর) দিবাগত রাতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর রূপনগর থানার ইস্টার্ন হাউজিং ও মিরপুর-২ এলাকায় অভিযান চালিয়ে ৫০ কোটি টাকা সমমূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল বাংলাদেশ কোর্ট ফি ও নন জুডিশিয়াল জাল স্ট্যাম্প জব্দ করা হয়। প্রায় ২০ লাখ টাকার সরঞ্জামসহ কারখানার মালিক ও দুই জনকে আটক করা হয়।

র‍্যাব অধিনায়ক আরও বলেন, স্ট্যাম্প ডিজিটাইজ ও আরও সুনিপুণ করলে জাল করা কঠিন হবে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

ঈদের আনন্দ নেই মুরাদনগর উপজেলা বিএনপি নেতাকর্মীদের মধ্যে

রাজধানীতে ৫০ কোটি টাকার জাল স্ট্যাম্পসহ আটক ৩

আপডেট সময় ০২:৪৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২

জাতীয় ডেস্কঃ

রাজধানীর রূপনগর ও মিরপুর এলাকায় জাল রেভিনিউ স্ট্যাম্প তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব-১০। অভিযানে মালিক ও কারিগরসহ তিন জনকে আটক করা হয়েছে। এসময় ৫০ কোটি টাকা সমমূল্যের জাল স্ট্যাম্প ও স্ট্যাম্প তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

রোববার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর রূপনগরের ইস্টার্ন হাউজিংয়ের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. মোতাহার মিয়া (২৬), মো. মিকাইল মিয়া (২০) এবং মোছা. আম্বিয়া পারভেজ লুপা (২০)।

র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, রোববার (৩০ অক্টোবর) দিবাগত রাতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর রূপনগর থানার ইস্টার্ন হাউজিং ও মিরপুর-২ এলাকায় অভিযান চালিয়ে ৫০ কোটি টাকা সমমূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল বাংলাদেশ কোর্ট ফি ও নন জুডিশিয়াল জাল স্ট্যাম্প জব্দ করা হয়। প্রায় ২০ লাখ টাকার সরঞ্জামসহ কারখানার মালিক ও দুই জনকে আটক করা হয়।

র‍্যাব অধিনায়ক আরও বলেন, স্ট্যাম্প ডিজিটাইজ ও আরও সুনিপুণ করলে জাল করা কঠিন হবে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।