ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাতের বিমানে ভারত ছাড়তে হলো ফেরদৌসকে

বিনোদন ডেস্কঃ

ভিসা বাতিল হওয়ার পর তড়িঘড়ি ঢাকায় ফিরে এলেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকায় ফেরেন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৯৬ ফ্লাইটে চড়েন লোকসভা নির্বাচনের প্রচারে অংশ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়া এই নায়ক।

 

তাঁর রাজনৈতিক প্রচারে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা বিব্রত। বিষয়টি আমাদের ধারণার বাইরে ছিল। ফেরদৌস দূতাবাসকে না জানিয়ে একটি দলের পক্ষে রাজনৈতিক প্রচারে অংশ নিয়েছেন।’

উল্লেখ্য, গত ১৪ ও ১৫ এপ্রিল পশ্চিমঙ্গের রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন ফেরদৌস। বিজেপি দাবি তোলে, বাংলাদেশের অভিনেতা টুরিস্ট ভিসা নিয়ে এসে এভাবে ভোটে প্রচার করতে পারেন না। এতে যেমন নির্বাচনি বিধি ভঙ্গ হয়েছে, তেমনই ভিসার শর্তও লঙ্ঘন হয়েছে। এরপরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে ভারতীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

‘নির্বাচনী প্রচারণায় বাধা-বিপত্তিতে কোনো আইন নেই’

১১ এপ্রিল ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দফার ভোট রয়েছে যথাক্রমে ১৮ এপ্রিল, ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল, ৬ মে, ১২ মে ও ১৯ মে। এরপর ২৩ মে ফলাফল ঘোষণা করা হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ: স্বাগত জানাতে মুরাদনগরে ব্যাপক প্রস্ততি

রাতের বিমানে ভারত ছাড়তে হলো ফেরদৌসকে

আপডেট সময় ১১:২৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
বিনোদন ডেস্কঃ

ভিসা বাতিল হওয়ার পর তড়িঘড়ি ঢাকায় ফিরে এলেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকায় ফেরেন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৯৬ ফ্লাইটে চড়েন লোকসভা নির্বাচনের প্রচারে অংশ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়া এই নায়ক।

 

তাঁর রাজনৈতিক প্রচারে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা বিব্রত। বিষয়টি আমাদের ধারণার বাইরে ছিল। ফেরদৌস দূতাবাসকে না জানিয়ে একটি দলের পক্ষে রাজনৈতিক প্রচারে অংশ নিয়েছেন।’

উল্লেখ্য, গত ১৪ ও ১৫ এপ্রিল পশ্চিমঙ্গের রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন ফেরদৌস। বিজেপি দাবি তোলে, বাংলাদেশের অভিনেতা টুরিস্ট ভিসা নিয়ে এসে এভাবে ভোটে প্রচার করতে পারেন না। এতে যেমন নির্বাচনি বিধি ভঙ্গ হয়েছে, তেমনই ভিসার শর্তও লঙ্ঘন হয়েছে। এরপরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে ভারতীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

‘নির্বাচনী প্রচারণায় বাধা-বিপত্তিতে কোনো আইন নেই’

১১ এপ্রিল ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দফার ভোট রয়েছে যথাক্রমে ১৮ এপ্রিল, ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল, ৬ মে, ১২ মে ও ১৯ মে। এরপর ২৩ মে ফলাফল ঘোষণা করা হবে।