খেলাধূলা ডেস্কঃ
ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। রাত ১টা ৪৫ মিনিটে চেক রিপাবলিকের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। রাতের আরেক ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে মেসিবিহীন আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
আগের ম্যাচে ড্র করলেও আজকের ম্যাচে জয় পেতে মরিয়া নেইমারবিহীন ব্রাজিল। প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের বিপক্ষে এই ম্যাচে অনেকটাই এগিয়ে আছে তিতের দল। কারণ, ইউরো বাছাইপর্বে নিজেদের সবশেষ ম্যাচে ৫-০ গোলের ব্যবধানে হেরেছিল চেক প্রজাতন্ত্র। তাই নিশ্চিতভাবেই এই ম্যাচে অনেকটাই ফেভারিট সেলেসাওরা।
অপরদিকে মরক্কোর বিপক্ষে আগের ম্যাচের হার ভুলতে মাঠে নামবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে মরক্কোর বিপক্ষে আর্জেন্টিনার লড়াইটা সহজ হবে না। কারণ এই ম্যাচে তারা পাচ্ছে না বার্সেলোনা তারকা লিওনেল মেসিকে। প্রত্যাবর্তনের ম্যাচে হারের সঙ্গে সঙ্গে ঊরুর চোটে পড়ে মরক্কোর বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন পাঁচবারের বর্ষ সেরা এই তারকা।