আন্তর্জাতিক ডেস্কঃ
ইউক্রেনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ জাপোরিজ্জায়ার পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটিও বর্তমানে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।
প্রতিবেদনে জানানো হয়, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি দখলে নিলেও ধংস করেনি রুশ বাহিনী। জাপোরিজ্জায়ার দুই শহর বারদিয়ানস্ক ও এনারহোডারের দখল নিয়েছে রুশ সেনাবাহিনী।
আবার এই তথ্যের সত্যতা অস্বীকার করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলছে এই খবর সত্য নয়, বিদ্যুৎ কেন্দ্র এখনও ইউক্রেন সরকারের দখলেই আছে।
এদিকে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরু হয়েছে। বেলারুশের গোমেল অঞ্চলে এ বৈঠক চলছে। আলোচনার মূল বিষয়বস্তু হবে তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার। তাদের প্রতিনিধিদলে প্রতিরক্ষামন্ত্রী অলেক্সি রেজনিকভ, প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াকসহ অনেকেই রয়েছেন।