আন্তর্জাতিক ডেস্কঃ
রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাইবেরিয়ায় একটি জঙ্গলে বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন।
রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সাইবেরিয়ার কেমেরোভো ওব্লাস্টে এল-৪১০ জরুরি অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। খবর রয়টার্সের।
খবরে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে এল-৪১০ বিমানটি বিধ্বস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় প্রসিকিউটরের কার্যালয়ের এক বিবৃতিতে জানিয়েছেন, বিমানটি কেমেরোভো ওব্লাস্টের শিল্প অঞ্চলের পাশে জঙ্গলে বিধ্বস্ত হয়।
রাশিয়ার নাগরিক বিমান সংস্থা রোসাভিয়েটসিয়ার সাইবেরিয়ান শাখার একজন মুখপাত্র রয়টার্সকে জানান, বিমানটি অনুসন্ধান এবং উদ্ধার অভিযান চলছে।