খেলাধূলা:
মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়ো হাফ সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাল বাংলাদেশ। বুধবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রান সংগ্রহ করেছে টাইগাররা। আজ যদি বাংলাদেশ জিততে পারে তাহলে ফাইনালে উঠে যাবে।
বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করে। দলীয় ৪৯ রানে ভাঙে ওপেনিং জুটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ম্যাচ খেলতে নেমে ৯ বলে ১১ রান করে সাজঘরে ফিরে যান ওপেনার নাজমুল হোসেন শান্ত। বোলার জারভিসের হাতেই ক্যাচ হন তিনি।
শান্ত ফেরার পরের ওভারেই ফেরেন লিটন। ষষ্ঠ ওভারে এমপোফুর বলে দুর্দান্ত ক্যাচ নেন মাদজিভা। ফেরার আগে ২২ বলে ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৮ রান করেন লিটন। ওয়ানডাউনে নেমে অধিনায়ক সাকিব ফিরে যান ৯ বলে ১০ রান করে। অষ্টম ওভারে লং-অফে শন উইলিয়ামসের হাতে ধরা পড়েন সাকিব।
এরপর মুশফিক ও রিয়াদের ব্যাটে দুর্দান্তভাবে এগোতে থাকে বাংলাদেশ। তারা দুজনে ৭৮ রানের জুটি গড়েন। দলীয় ১৪৩ রানে মুতোমবোদজির বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন মুশফিক। ১৯তম ওভারে আফিফও উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ইনিংসের শেষ ওভারে জারভিসের বলে ছক্কা হাঁকাতে গিয়ে উইলিয়ামসের হাতে ক্যাচ হন রিয়াদ। রিয়াদ আউট হওয়ার পরের বলে চাকাভার হাতে ক্যাচ হন মোসাদ্দেক।
আজকের ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। এই ম্যাচের মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হলো নাজমুল হোসেন শান্তর। এছাড়া অভিষেক ম্যাচ খেলতে নেমেছেন লেগস্পিনার আমিনুল ইসলাম। একাদশে সুযোগ পেয়েছেন পেসার শফিউল ইসলাম।
প্রথম দুই ম্যাচ শেষে স্কোয়াড থেকেই বাদ পড়েছেন সৌম্য সরকার। এছাড়া আজকের ম্যাচে একাদশ থেকে বাদ পড়েছেন তাইজুল ইসলাম ও সাব্বির রহমান। অন্যদিকে, সাতারা ও আরভিনকে বসিয়ে মুতুম্বামি ও এমপোফুকে একাদশে নিয়েছে জিম্বাবুয়ে।
সিরিজে দুই দলেরই এটি তৃতীয় ম্যাচ। জিম্বাবুয়ের সাথে এর আগেরবারের দেখায় ৩ উইকটে জিতেছিল বাংলাদেশ। আর আফগানিস্তানের বিপক্ষে ২৫ রানে হেরেছিল টাইগাররা। অন্যদেকে, বাংলাদেশের বিপক্ষে হারের পর ৩ আফগানদের কাছে ২৮ রানে হেরেছিল হ্যামিলটন মাসাকাদজার দল।
আজ যদি বাংলাদেশ জয় পায় তাহলে ফাইনালে উঠে যাবে। সেই সাথে ফাইনালে উঠবে আফগানিস্তান। আর বিদায় নিবে জিম্বাবুয়ে। তাই ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে চাইলে এই ম্যাচে জয় পাওয়াটা জিম্বাবুয়ের জন্য গুরুত্বপূর্ণ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ইনিংস: ১৭৫/৭ (২০ ওভার)
(নাজমুল হোসেন শান্ত ১১, লিটন দাস ৩৮, সাকিব আল হাসান ১০, মুশফিকুর রহিম ৩২, মাহমুদউল্লাহ রিয়াদ ৬২, আফিফ হোসেন ৭, মোসাদ্দেক হোসেন সৈকত ২, মোহাম্মদ সাইফউদ্দিন ৬*, আমিনুল ইসলাম ০*; এনডিলোভু ০/৩২, জারভিস ৩/৩২, এমপোফু ২/৪২, শন উইলিয়ামস ০/২৬, বার্ল ১/১৩, মুতোমবোদজি ১/১৭, মাদজিভা ০/১০)।