খেলাধূলা ডেস্কঃ
নতুন মৌসুম শুরু করার আগে প্রীতি ম্যাচ খেলছে ক্লাবগুলো। তারই ধারাবাহিকতায় রবিবার রাতে মুখোমুখি হয় দুই দেশের দুই জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ এবং এসি মিলান। তবে এই প্রস্তুতি ম্যাচে জয় পায়নি কেউই। অস্ট্রিয়ার ক্লাগেনফুর্টে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্যতে ড্র হয়েছে।
রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর নিজের প্রথম ম্যাচটা রাঙাতে পারলেন না ডেভিড আলাবা। এসি মিলানের বিপক্ষেই রিয়ালের হয়ে প্রথম খেলতে নামেন তিনি।
ম্যাচে বল দখল এবং আক্রমণে স্প্যানিশ ক্লাবটি একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। আর শুরুর দিকে তো বলই পাচ্ছিল না ইতালিয়ান ক্লাবটি। কিন্তু এরপরও ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো মিলান। কিন্তু ফরাসি ডিফেন্ডার থিও এরনদেঁজের শট পোস্টে বাধা পায়।
প্রথামার্ধের একদম শেষভাগে গোলের সুবর্ণ সুযোগ পান রিয়াল মাদ্রিদের ওয়েলস তারকা গ্যারেথ বেল। ডি-বক্সে তিনি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় দলটি। কিন্তু তার নেয়া শট প্রতিপক্ষের গোলরক্ষক ঠেঁকিয়ে দেন। ফলে গোলশূন্যতেই শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর গোল প্রায় পেয়েই গিয়েছিল কার্লো আনচেলোত্তির শিষ্যরা। কিন্তু ভাগ তাদের সহায় না থাকায় সেই সুযোগও মিস হয়। ৫২তম মিনিটে ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচের নেয়া শট লেগেছে ঠিক ক্রসবারে। এদিন ম্যাচে শেষ পর্যন্ত আর কোনোই গোল হয়নি। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল।