খেলাধূলা ডেস্কঃ
নিজেদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় রান তাড়া করতে নেমে ইতিহাসেরই সবচেয়ে বড় ব্যবধানে হার দেখল জিম্বাবুয়ে। বুলাওয়ে টেস্টে চতুর্থ ইনিংসে ৫৩৭ রানের বিশাল লক্ষ্য সামনে রেখে খেলতে নেমে স্বাগতিকরা অলআউট হয়েছে মাত্র ২০৮ রানে। ফলে ৩২৮ রানের ব্যবধানে ম্যাচ হারল জিম্বাবুইয়ানরা, যা তাদের ৩৩ বছরের টেস্ট ইতিহাসে রানের হিসাবে সবচেয়ে বড় হার।
এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
২০০২ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯৫ রান তাড়া করতে নেমে মাত্র ৭৯ রানে অলআউট হয়ে ৩১৫ রানে হারা ছিল জিম্বাবুয়ের আগের সবচেয়ে বড় পরাজয়। এবার সেটিকেও ছাড়িয়ে গেল বুলাওয়ের এই টেস্ট।
চতুর্থ দিন ১ উইকেটে ৩২ রান নিয়ে শুরু করা জিম্বাবুয়ে ৬ উইকেট হারায় মাত্র ৫০ রানের ব্যবধানে। এরপর ক্রেইগ আরভিন ও ওয়েলিংটন মাসাকাদজা সপ্তম উইকেটে ৮৩ রানের জুটি গড়ে দলের লড়াইয়ের আভাস দিলেও শেষ রক্ষা হয়নি।
দক্ষিণ আফ্রিকার তরুণ অলরাউন্ডার করবিন বশ বল হাতে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি প্রথম ইনিংসে সেঞ্চুরি করেও ম্যাচসেরা হননি। ম্যাচসেরার পুরস্কার গেছে আরেক তরুণ, অভিষেকেই দক্ষিণ আফ্রিকার সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান হওয়া লুয়ান-ড্রে প্রিটোরিয়াসের হাতে।
জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বড় অবদান আসে মাসাকাদজার ব্যাট থেকে, যিনি ৫৭ রানে ক্যারিয়ারের প্রথম ফিফটি পূর্ণ করেন। বুলাওয়েতেই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ৬ জুলাই, যেখানে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে থাকবে স্বাগতিক জিম্বাবুয়ে।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ৪১৮/৯ ডি. ও ৩৬৯।
জিম্বাবুয়ে: ২৫১ ও ৬৬.২ ওভারে ২০৮ (মাসাকাদজা ৫৭, আরভিন ৪৯, মুজারাবানি ৩২; বশ ৫/৪৩, ইউসুফ ৩/২২)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৩২৮ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: লুয়ান-ড্রে প্রিটোরিয়াস।