ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গা সংকট সহযোগিতা বাতিল ও নিষেধাজ্ঞায় মিয়ানমারকে চাপ দিতে চায় যুক্তরাষ্ট্র

অন্তর্জাতিক ডেস্কঃ
মিয়ানমারে মার্কিন সহায়তা বন্ধ ও নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকারের ওপর চাপ প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ফরেন অ্যাফেয়ার্স কমিটির প্রতিনিধিরা। তারা বলেন, এই অপরাধে জড়িতদের অবশ্যই শাস্তি দিতে হবে। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সরকারি বাহিনীর হামলা বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ফরেন অ্যাফেয়ার্স কমিটির এক শুনানিতে দেশটির পররাষ্ট্র দফতরের ভারপ্রাপ্ত উপমন্ত্রী প্যাট্রিক মার্ফি বলেন, আমরা এমন কিছু করতে চাই না যাতে রোহিঙ্গাদের দুর্দশা বেড়ে যায়। আমরা পরিস্থিতি জটিল করতে চাই না। ২৫ আগস্ট রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মুখে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের সেনাবাহিনীর এই নিপীড়নকে জাতিসংঘ জাতিগত নিধনযজ্ঞ হিসেবে উল্লেখ করেছেন। তবে মিয়ানমার এই দাবি অস্বীকার করে বলেছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তারা। এই সহিংসতা শুরু হওয়ার পর প্যাট্রিক মার্ফি মিয়ানমার সফর করেছেন।
 
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রে ফরেন অ্যাফেয়ার্স কমিটির রিপাবলিকান চেয়ারম্যান এড রয়েস বলেছেন, সু চি জাতিগত নিধনযজ্ঞের কথা অস্বীকার করলেও বিষয়টি সত্য। এটা নিয়ে তার কথা বলা উচিত। তিনি আরও বলেন, এই অপরাধে জড়িতদের অবশ্যই শাস্তি দিতে হবে। এটা অবশ্যই জাতিগত নিধনযজ্ঞ।
এই কমিটির ডেমোক্রাটদের শীর্ষনেতা এলিয়ট অ্যাঞ্জেল বলেন, ওয়াশিংটনের উচিত মিয়ানমারের সরকার ও সেনাবাহিনীর ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলকরণের বিষয়টি পুনর্বিবেচনা করা। এছাড়া আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মিয়ানমারের রাখাইন রাজ্যে যাওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে কমিটির পক্ষ থেকে।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে রচনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন

রোহিঙ্গা সংকট সহযোগিতা বাতিল ও নিষেধাজ্ঞায় মিয়ানমারকে চাপ দিতে চায় যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০১:৫৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭
অন্তর্জাতিক ডেস্কঃ
মিয়ানমারে মার্কিন সহায়তা বন্ধ ও নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকারের ওপর চাপ প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ফরেন অ্যাফেয়ার্স কমিটির প্রতিনিধিরা। তারা বলেন, এই অপরাধে জড়িতদের অবশ্যই শাস্তি দিতে হবে। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সরকারি বাহিনীর হামলা বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ফরেন অ্যাফেয়ার্স কমিটির এক শুনানিতে দেশটির পররাষ্ট্র দফতরের ভারপ্রাপ্ত উপমন্ত্রী প্যাট্রিক মার্ফি বলেন, আমরা এমন কিছু করতে চাই না যাতে রোহিঙ্গাদের দুর্দশা বেড়ে যায়। আমরা পরিস্থিতি জটিল করতে চাই না। ২৫ আগস্ট রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মুখে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের সেনাবাহিনীর এই নিপীড়নকে জাতিসংঘ জাতিগত নিধনযজ্ঞ হিসেবে উল্লেখ করেছেন। তবে মিয়ানমার এই দাবি অস্বীকার করে বলেছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তারা। এই সহিংসতা শুরু হওয়ার পর প্যাট্রিক মার্ফি মিয়ানমার সফর করেছেন।
 
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রে ফরেন অ্যাফেয়ার্স কমিটির রিপাবলিকান চেয়ারম্যান এড রয়েস বলেছেন, সু চি জাতিগত নিধনযজ্ঞের কথা অস্বীকার করলেও বিষয়টি সত্য। এটা নিয়ে তার কথা বলা উচিত। তিনি আরও বলেন, এই অপরাধে জড়িতদের অবশ্যই শাস্তি দিতে হবে। এটা অবশ্যই জাতিগত নিধনযজ্ঞ।
এই কমিটির ডেমোক্রাটদের শীর্ষনেতা এলিয়ট অ্যাঞ্জেল বলেন, ওয়াশিংটনের উচিত মিয়ানমারের সরকার ও সেনাবাহিনীর ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলকরণের বিষয়টি পুনর্বিবেচনা করা। এছাড়া আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মিয়ানমারের রাখাইন রাজ্যে যাওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে কমিটির পক্ষ থেকে।