বিনোদন :
বিশ্বজুড়ে অচলাবস্থায় চলচ্চিত্র অঙ্গনে মানুষও গৃহবন্দি। তাই বেশিরভাগ চলচ্চিত্র শিল্পীই সোশ্যাল মিডিয়ায় পুরনো দিনের ছবিগুলো শেয়ার করছেন। ভারতের অন্যতম আবেদনময়ী তারকা সানি লিওনও এর ব্যতিক্রম নন। চমৎকার স্থিরচিত্রে ভক্তদের মাতাচ্ছেন এই লকডাউনেও!
রবিবার সোশ্যাল মিডিয়ায় নিজের পুরনো কিছু ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন সানি লিওন। ছাইরঙা চোখের সাজে আর বিকিনির ভাঁজে ভাঁজে ভেজা শরীরের স্থিরচিত্রগুলো যেন উত্তাপ ছড়িয়েছে!
কানে দুল, হাতে ব্রেসলেট এবং পায়ে হিল জুতো পরা নুড মেকাপের সাজে সানি লিওন যেন আবেদনময়ী এক আবক্ষ মূর্তি!
ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে সানি লিওন লিখেন, ‘রবিবার। দিনটি কিছু না করার জন্য !!! ওহ অপেক্ষা করুন, এটি এখন প্রতিদিনের !!!”
এমন উত্তাপ ছড়ানো ছবিগুলো দেখার সাথে সাথেই মন্তব্যের ঘরগুলো ভরে উঠেছিল ভক্তদের ভালোবাসায়।
‘বেবি ডল’র মতো সুপার হিট গান দিয়ে শুরু এই সেরা আবেদনময়ী সানি লিওনের। আর সর্বশেষ তাকে দেখা গিয়েছিল গত বছরের ১৫ নভেম্বর মুক্তি পাওয়া নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং আথিয়া শেঠি অভিনীত ‘মতিচুর চকনাচুর’ গানে ‘বাতিয়ান বুজাদো’ গানে।