প্রবাস ডেস্কঃ
লন্ডনে মসজিদে হামলায় নিহত ব্যক্তি প্রবাসী বয়োজ্যেষ্ঠ বাংলাদেশি। নিজস্ব প্রতিবেদকের বরাতে ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে এ খবর।
সোমবার লন্ডনের ফিন্সবারি পার্ক মসজিদের কাছে প্রার্থনারত মানুষের উপর গাড়ি তুলে দেয়ার পরে একজন নিহত হয় এবং আহত হয় ১০ জন। হামলার আগে গাড়ির ড্রাইভার চিৎকার করে বলছিল সব মুসলিমকে হত্যা করো। হামলাকারী দীর্ঘকায় শ্বেতাঙ্গ ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে।
এক দাতব্য সংস্থার কর্মী সুলতান আহমেদ বলেন, হামলায় নিহত ব্যক্তি বাংলাদেশি। তার চাচা ঘটনাস্থলে ছিলেন। তিনি বলেন, আমার চাচা সেভেন সিস্টার রোডে অবস্থিত মসজিদ থেকে বের হচ্ছিলেন তখনই তার সামনে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ অসুস্থ হয়ে পড়ে যান। সেই সময় তাকে সহযোগিতা করতে কয়েকজন এগিয়ে যাওয়ার সময় ভ্যানটি হামলা করে এবং বৃদ্ধ মানুষটিকে চাপা দিয়ে যায়। আরো দুইজনকে গুরুতর আহত হয়েছে।
সুলতান যোগ করেন, আমার চাচা বলেছেন গাড়ির ড্রাইভার চিৎকার করে বলছিল আমি সব মুসলিমকে হত্যা করতে চাই। ঘটনাস্থলে আরো দুই হামলাকারী থাকার কথা বলেছেন তিনি। তবে পুলিশ জানিয়েছেন আর কোনো সন্দেহভাজন হামলাকারীর কথা জানা যায়নি বা কর্মকর্তাদের কাছে বলা হয়নি।
ইত্তেফাক