বিনোদন ডেস্ক:
গত বছর হলিউড থেকে কর্মক্ষেত্রে যৌন হেনস্থার মিটু আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে বলিউডে। বহু নামী-দামি অভিনেত্রী কাজের বিনিময়ে যৌন হেনস্থা ও কর্মক্ষেত্রে যৌন হেনস্থার শিকার হওয়ার কথা অকপটে স্বীকার করেন। অভিযুক্তদের নামও প্রকাশ্যে এনেছিলেন। সে সময় অনেকে আবার কাস্টিং কাউচের প্রসঙ্গও টেনে এনেছিলেন। সেই বিষয় নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী রিচা চাড্ডা।
রিচার আরও জানান, ‘একবার একটা ঘরে আমার কাকা থাকা সত্ত্বেও এক ব্যক্তি আমাকে কোনায় টেনে নিয়ে যেতে চাইছিল। বার বার আমার শরীরে হাত দিতে চাইছিল। লম্পটটা আমার শরীরে হাত বোলাচ্ছিল। আর আমি শুধু তাকে কাটিয়ে যাচ্ছিলাম।’
এছাড়া কয়েকদিন আগে দেয়া একটি সাক্ষাৎকারে রিচা জানিয়েছিলেন, তাকে একটি ছবিতে হৃত্বিক রোশনের মা হওয়ার প্রস্তাব দিয়েছিলেন এক কাস্টিং ডিরেক্টর। রিচা তা নিয়ে খুবই বিরক্ত হয়েছিলেন। সেই কাস্টিং ডিরেক্টরের সঙ্গে তিনি আর কোনোদিন কথা বলেননি।