খেলাধূলা ডেস্ক:
জাতীয় দলের সতীর্থ উঠতি তারকা লাওটারো মার্টিনেজকে বার্সেলোনায় চান লিওনেল মেসি। এজন্য নিজেই মার্টিনেজকে ফোন করেছিলেন বলে দাবি করেছে আন্তর্জাতিক ক্রীড়া বিষয়ক গণমাধ্যমগুলোতে।
বার্সেলোনার নাম্বার নাইন লুইস সুয়ারেজের বয়স ইতোমধ্যেই ৩২। ইনজুরি ধরছে মাঝে মাঝেই। কমছে গতি। এ অবস্থায় নাম্বার নাইনের জন্য চারজনের দিকে লক্ষ্য রাখছে বার্সেলোনা। এই চারজন হলেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপে, টটেনহ্যামের হ্যারি কেইন, ম্যানচেস্টার ইউনাইটেডের রাশফোর্ড ও ইন্টার মিলানের লাওটারো মার্টিনেজ।
এদের মধ্যে মার্টিনেজকেই প্রথম পছন্দ লিওনেল মেসির। সম্প্রতি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করেছেন ইন্টার মিলানের এই তারকা। এক গোল করার পাশাপাশি বার্সার রক্ষণভাগের বারবার পরীক্ষা নিয়েছেন তিনি। এজন্য আগামী ট্রান্সফার সিজনে মার্টিনেজকে দলে টানতে তৎপরতা শুরু করেছেন বার্সা অধিনায়ক।