স্টাফ রিপোর্টার:
কুমিল্লার লাকসামে পিতার বিরুদ্ধে কিশোরী মেয়ে কে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মেয়ের মা মনি বেগম (৩০) বাদী হয়ে লাকসাম থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
রোববার সকালে অভিযুক্ত আবু আহম্মদ মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত আবু আহম্মেদ মিয়া ফেনী জেলার সোনাগাজী উপজেলার পালগিরী মধ্যপাড়া গ্রামের আবু ইউছুফের ছেলে।
মামলা সুত্রে জানা যায়, গত শনিবার সন্ধা প্রায় ৭টার সময় লাকসাম পৌরসভার নশরতপুর মডেল কলেজ এলাকার আমির হোসেনের বেড়াতে আসে। এসময় পিতা আবু আহম্মেদ মিয়া জোর পুবর্ক ধর্ষনের চেষ্ঠা চালায়। কিশোরীর আত্ম চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে। ওই কিশোরীর মা মনি বেগম লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। একই দিন রাতে মনি বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করে।
রোববার সকালে অভিযুক্ত আবু আহম্মদ মিয়াকে আালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। লাকসাম থানা ওসি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।