কুমিল্লা প্রতিনিধিঃ
‘আমাদের শহর আমরা রাখিব সুন্দর’ এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার লাকসাম পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা ছাত্রলীগের সার্বিক সহযোগিতায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শনিবার লাকসাম পৌরসভার লাকসাম বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. তাজুল ইসলাম এমপি।
তাজুল ইসলাম নিজে লাকসাম বাজারের বিভিন্নস্থানে ময়লা আবর্জনা পরিষ্কার ও ঝাড়ু দিয়ে ময়লা পরিস্কার করার মাধ্যমে মানুষকে সচেতন করেন। এসময় তিনি বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের দোকানের সামনে থাকা ময়লাগুলো লাকসাম পৌরসভা ও ছাত্রলীগের সহযোগিতায় পরিস্কার করেন।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের দোকানের সামনে সব সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন। পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আপনার দোকানের সামনে ও রাস্তা পরিস্কার থাকলে আর দুর্গন্ধ ছড়াবে না। এতে করে কোন রোগ জীবাণুর আশঙ্খা থাকবে না। এছাড়াও রাস্তা এবং দোকানের সামনে ধুলা বালি থাকলে সেগুলো খাবারের মধ্যে এসে পড়ে। ফলে বিভিন্ন রোগ জীবাণু ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, আজকে আমরা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি শুধু তাই না আমরা এই অভিযানের মাধ্যমে আপনাদেরকে সচেতন করছি। যাতে করে আপনারা সবসময় আপনাদের শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখেন। এসময় উপস্থিত ছিলেন লাকসাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল হক, লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম থানার ওসি তদন্ত মো. আশরাফ উদ্দিন, লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, লাকসাম পৌরসভা প্যাণেল মেয়র-১ বাহার উদ্দিন বাহার, প্যাণেল মেয়র-২ আবদুল আলিম দিদার, পৌর কাউন্সিলর মো. শাহআলম, আফতাব উল্লাহ চৌধুরী জন্টু, গোলাম কিবরিয়া সুমন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এটিএম মহি উদ্দিন খন্দকার, হিসাব রক্ষণ কর্মকর্তা আখতার হোসেন, মেডিক্যাল অফিসার আবদুস সামাদ ফকির, উপজেলা যুবলীগ নেতা মনিরুল ইসলাম রতন, চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, ওমর ফারুক, আবদুল আউয়াল আবুল, জিয়াউর রহমান শাহীন জিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব খাঁন, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।