আন্তর্জাতিক ডেস্কঃ
লিবিয়ার রাজধানী ত্রিপোলির বাইরে তাজোরা শহরের একটি অভিবাসী বন্দিশিবিরে বিমান হামলায় একজন বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম শাহজালাল কাজী, পিতা ফজেল হক কারী, বাড়ি মাদারীপুরের সদর থানার দক্ষিণ কাগসারা গ্রামে। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সেকেন্দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার স্থানীয় সময় ভোর রাতে চালানো ওই বিমান হামলায় ৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ জনের বেশি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে বেশিরভাগই আফ্রিকা অঞ্চলের বাসিন্দা। লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছিলেন তারা।
লিবিয়ার সরকার পরিচালিত বন্দিশিবিরে হাজার হাজার অভিবাসীকে আটকের পর রাখা হয়। যেগুলোর বেশিরভাগই দেশটির সংঘাতপূর্ণ এলাকাগুলোর কাছাকাছি অবস্থিত।
জাতিসংঘ সমর্থিত লিবিয়ার জাতীয় ঐকমত্যের সরকারের (জিএনএ) প্রধানমন্ত্রী ফায়েজ আল-সেররা এই বিমান হামলার জন্য স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মিকে (এলএনএ) দায়ী করেছেন। তবে এলএনএ এই হামলার জন্য সরকারি বাহিনীকে দায়ী করেছে।-বিবিসি