জাতীয় ডেস্কঃ
বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী শনিবার বিএনপিকে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের মৌখিক অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার দুপুরে ডিএমপি কমিশনার মো. আসাদুজ্জামান মিঞা এ অনুমতি দেন।
দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ডিএমপি কার্যালয়ে গিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেন। তারা শনিবার বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চান। ডিএমপি কার্যালয় থেকে বের হয়ে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী অনুমতি পাওয়ার কথা জানান।
এদিকে, ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন বলেন, বিএনপির আবেদন বিবেচনা করে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি তারা নয়াপল্টনে সমাবেশের অনুমতি পাবে। তাদের মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে।