বিনোদন:
শবনম বুবলী, রোদেলা জান্নাতের পর এবার চিত্রনায়ক শাকিব খানের হাত ধরে বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটছে যাচ্ছে জাহারা মিতু নামের আরেক উপস্থাপিকার। সিনেমাটির নাম ‘আগুন’। এটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন।
সিনেমাটির পরিচালক বদিউল আলম খোকন জানান, আগামী ২১ বা ২২ জুলাই থেকে ‘আগুন’-এর শুটিং শুরু হবে।
নায়িকা সম্পর্কে তিনি বলেন, মিতু আগে থেকেই মিডিয়ার সঙ্গে জড়িত। আশা করি তিনি সবার সঙ্গে মানিয়ে কাজ করতে পারবেন। মিতু বিপিএল, বঙ্গমাতা ও বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপের উপস্থাপনা করেছেন। এ ছাড়া বিটিভিসহ বেশ কয়েকটি চ্যানেলে তার উপস্থাপনা করার অভিজ্ঞতা আছে। আর তিনি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’-এর প্রথম রানারআপ ছিলেন। ফ্যাশন ডিজাইনার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান হিসেবে চাকরি করেন মিতু।
নতুন সিনেমা ‘আগুন’-এ শাকিব-মিতু ছাড়াও অভিনয় করছেন আমিন খান ও মৌসুমী। এটি প্রযোজনা করছে দেশ মাল্টিমিডিয়া।