বিনোদন ডেস্ক:
শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছে বলে দাবি করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সোমবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে অপু বিশ্বাস দাবি করেন, তাদের ছয় মাসের একটি সন্তানও রয়েছে।
অপু বিশ্বাস বলেন, ২০০৮ সালে ১৮ এপ্রিল তাঁদের বিয়ে হয়। শাকিবের বাসায় এ বিয়ে হয়। পরিবারের কাছের লোকজন সেই বিয়েতে উপস্থিত ছিলেন। এত দিন বিষয়টি গোপন রাখা হয়েছে। বিয়ের পর অপু বিশ্বাসের নাম হয় অপু ইসলাম খান।
এর আগে হঠাৎ করেই উধাও হয়ে যান অপু বিশ্বাস, ১০ মাস পরে ফেরেন তিনি। অপু বিশ্বাস বলেন, ওই সময়টাতে ভারত, সিঙ্গাপুর ও ব্যাংককে ছিলেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বরে কলকাতার এক হাসপাতালে জন্ম নেয়া ছেলের নাম রাখা হয় আব্রাহাম খান জয়।
কাঁদতে কাঁদতে অপু বিশ্বাস বলেন, শাকিবের ভালো চিন্তা করে অনেক কিছু ছাড় দিয়েছি। বাচ্চা ডেলিভারির সময় আমি একা হাসপাতালে গিয়েছি। ধৈর্য ধরতে ধরতে শেষ সীমানায় পৌঁছে গেছি। তাই এবার সব প্রকাশ করেছি। শাকিব তাকে বার বার অসম্মান করেছেন উল্লেখ অপু বলেন, সম্মান চেয়েছি। পাইনি। বারবার ছোট হয়েছি।