ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শাকিব নুসরতের ‘তখন বাজে বারোটা’

বিনোদন ডেস্কঃ
ভূত শাকিব নাকি মানুষ শাকিব। কাকে ছেড়ে কাকে দেখবেন দর্শক? ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন ছবি ‘নাকাব’র ট্রেলার মুক্তি পেয়েছে কয়েকদিন আগেই। আর তারপরই হইচই পড়ে গিয়েছে টলিউড এবং ঢালিউডে। অ্যাকশন, থ্রিলার, রোম্যান্স, ট্র্যাজেডি, সাসপেন্স; কোনও এলিমেন্টেরই অভাব নেই এ ছবিতে। কয়েক মিনিটের ট্রেলারে এটুকু স্পষ্ট যে শাকিব খানের নতুন ছবিতে সবরকম মশলাই থাকবে। রাজীব কুমার পরিচালিত এই ছবিতে শাকিবকে দ্বৈত-রূপে দেখা যাবে। ছবিতে রয়েছে ভৌতিক চমকও।
অন্যদিকে ছবিতে শাকিবে বিপরীতে আছেন নুসরত জাহান ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ‘নাকাব’র মাধম্যে শাকিব খানের সঙ্গে পর্থমবার কাজ করতে চলেছেন নুসরত এবং সায়ন্তিকা। একেবারে ফ্রেশ জুটি ও নতুন স্ক্রিপ্ট নিয়ে হাজির হচ্ছেন রাজীব কুমার।
শুক্রবার ছবির নতুন গান ‘তখন বাজে বারোটা’ ইউটিউবে প্রকাশ পেয়েছে। মুক্তির পর গানটি দারুণ পছন্দ করেঠে ভক্তরা। গানের লিরিকস থেকে শুরু করে নায়ক-নায়িকার আউটফিট, ডান্স মুভস সব কিছুতেই ইউনিকনেসের ছোঁয়া পাচ্ছে দর্শকরা। এ বছরের সেরা পার্টি অ্যান্থেম ‘তখন বাজে বারোটা’। এমনটাই কমেন্ট সেকশনে লিখে চলেছেন অসংখ্য শাকিব-ভক্ত।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

উপদেষ্টা আসিফ মাহমুদ মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন : ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক

শাকিব নুসরতের ‘তখন বাজে বারোটা’

আপডেট সময় ০২:৩৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮
বিনোদন ডেস্কঃ
ভূত শাকিব নাকি মানুষ শাকিব। কাকে ছেড়ে কাকে দেখবেন দর্শক? ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন ছবি ‘নাকাব’র ট্রেলার মুক্তি পেয়েছে কয়েকদিন আগেই। আর তারপরই হইচই পড়ে গিয়েছে টলিউড এবং ঢালিউডে। অ্যাকশন, থ্রিলার, রোম্যান্স, ট্র্যাজেডি, সাসপেন্স; কোনও এলিমেন্টেরই অভাব নেই এ ছবিতে। কয়েক মিনিটের ট্রেলারে এটুকু স্পষ্ট যে শাকিব খানের নতুন ছবিতে সবরকম মশলাই থাকবে। রাজীব কুমার পরিচালিত এই ছবিতে শাকিবকে দ্বৈত-রূপে দেখা যাবে। ছবিতে রয়েছে ভৌতিক চমকও।
অন্যদিকে ছবিতে শাকিবে বিপরীতে আছেন নুসরত জাহান ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ‘নাকাব’র মাধম্যে শাকিব খানের সঙ্গে পর্থমবার কাজ করতে চলেছেন নুসরত এবং সায়ন্তিকা। একেবারে ফ্রেশ জুটি ও নতুন স্ক্রিপ্ট নিয়ে হাজির হচ্ছেন রাজীব কুমার।
শুক্রবার ছবির নতুন গান ‘তখন বাজে বারোটা’ ইউটিউবে প্রকাশ পেয়েছে। মুক্তির পর গানটি দারুণ পছন্দ করেঠে ভক্তরা। গানের লিরিকস থেকে শুরু করে নায়ক-নায়িকার আউটফিট, ডান্স মুভস সব কিছুতেই ইউনিকনেসের ছোঁয়া পাচ্ছে দর্শকরা। এ বছরের সেরা পার্টি অ্যান্থেম ‘তখন বাজে বারোটা’। এমনটাই কমেন্ট সেকশনে লিখে চলেছেন অসংখ্য শাকিব-ভক্ত।