বিনোদন ডেস্কঃ
বলিউড বাদশাহ শাহরুখ খানের আদরের মেয়ে সুহানা খান। সম্প্রতি পালিত হলো তার ২১তম জন্মদিন। এরই মধ্যে সুহানাকে লাখ টাকা আয়ের এক ছেলে বিয়ের প্রস্তাব দিয়েছেন।
শোবিজ অঙ্গনে এখনো পুরোপুরি নাম না লেখালেও নানা কারণে আলোচনায় থাকেন সুহানা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তার ছবি ভাইরাল হয়।
এদিকে মেয়ের জন্মদিন উপলক্ষে টুইটারে একটি ছবি পোস্ট করেন মা গৌরী খান। ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন। আজ, আগামীকাল এবং সবসময়ই তুমি ভালোবাসায় পরিপূর্ণ থাকবে।’
শাহরুখপত্নীর এই পোস্টের নিচে অনেকেই নানা মন্তব্য করেছেন। বেশিরভাগই সুহানাকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে একজন শাহরুখকন্যাকে বিয়ের প্রস্তাব দিয়ে লিখেছেন, ‘গৌরী ম্যাম, আমার বিয়ে সুহানার সঙ্গে দিয়ে দিন। আমার মাসিক বেতন এক লাখের বেশি।’ যদিও এই টুইটের পরিপ্রেক্ষিতে গৌরী ও শাহরুখ কেউ-ই কোনো প্রতিক্রিয়া দেননি।
বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন সুহানা। এবারের জন্মদিন সেখানেই পালন করেছেন তিনি। বন্ধুদের সঙ্গে তার জন্মদিন পালনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।