বিনোদন:
বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় বিজ্ঞাপন শাকিব খান অভিনীত নতুন ছবি ‘শাহেনশাহ’ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় গত মার্চে। প্রায় চার মাস পর ঘোষণা হলো মুক্তির তারিখ। নির্মাতা কর্তৃপক্ষ জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৪ অক্টোবর মুক্তি পাবে ‘শাহেনশাহ’। শাপলা মিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা শামীম আহমেদ রনি।
‘শাহেনশাহ’ ছবির মূল নায়িকা নুসরাত ফারিয়া। এই প্রথম শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ছবিতে একজন নবাগতা নায়িকাও আছেন। তিনি রোদেলা জান্নাত। শাকিব খানের ধারাবাহিক কয়েকটি ছবির নায়িকা শবনম বুবলীর মতো রোদেলাও একটি বেসরকারি টেলিভিশনের সাবেক সংবাদ পাঠিকা। দুই নায়িকার বিপরীতে এক নায়ক হওয়ায় ‘শাহেনশাহ’-তে ত্রিভূজ প্রেমের গল্প দেখা যাবে বলে ধারণা দর্শকদের।