ক্ষমতা চিরস্থায়ী নয় উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, শিগগিরই আওয়ামী লীগের পতন হবে।
শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে ২০-দলীয় জোট আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
গুলি করে গদি রক্ষা হবে না মন্তব্য করে সরকারের উদ্দেশে খালেদা জিয়া বলেন, অবিলম্বে গুলি বন্ধ করুন। গুলি করে গতি রক্ষা করা যাবে না।
তিনি বলেন, ‘আমি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছি না। আন্দোলন করছি দেশকে রক্ষার জন্য। গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরি আনার জন্য। জগণের কর্মসংস্থান, অন্ন-বস্ত্র ও বাসস্থান নিশ্চিত করার জন্য।’
বিএনপি চেয়ারপারসন বলেন, ‘সুদিনের আগে কিছু কষ্ট করতে হয়। এবার আন্দোলন হবে। আমরা সামনে থাকবো। দেখবো এবার পুলিশ কিভাবে গুলি করে। আন্দোলনের ডাক দিলে সবাই ঝাঁপিয়ে পড়বেন।’
এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে অস্ত্র-গোলাবারুদ এবং প্রশিক্ষন দেবেন না। তারা সাধারণ মানুষকে গুলি করে হত্যা করছে। তাদের সমর্থন করবেন না।