মুরাদনগর বার্তা ডেস্কঃ
আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআই’র সাবেক দু’বারের সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি বলেছেন, আল্লাহ তায়ালা প্রতিটি শিশুকে সৃষ্টি করেছেন কিছুনা কিছু প্রতিভা দিয়ে। অনেক সময় মা- বাবার নজর না থাকা, শিক্ষকদের উদাসীনতা ও সমাজ ব্যবস্থা বৈরী হওয়ার কারনে শিশুদের এ প্রতিভাগুলো বিকশিত হচ্ছে না। সঠিক সময়ে শিশুদের এ প্রতিভা বিকশিত করতে না পারলে সেগুলো মরে যায়। আমাদের মুল কাজ হচ্ছে শিশুদের এই প্রতিভা গুলোকে চিহ্নিত করে তাদের মনে বিকশিত করা। শিশুদের মেধা বিকশিত হলেই সমাজ, জাতি ও দেশ বিকশিত হবে। তাহলেই শিশুরা একদিন বড় হয়ে তাদের প্রতিভাগুলো নিজের, সংসারে, সমাজে এবং দেশের কাজে লাগাতে পারবে। এ ভাবেই একটি জাতি উন্নতির শিখরে পৌছঁতে পারে। তিনি শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও সমাজের কাছে শিশুদের প্রতি নজর রাখার জন্য উদাত্ব আহবান জানান।
আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি শনিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে অবস্থিত খন্দকার একাডেমি, দারুল উলুম উম্মুল কোরআন মাদরাসা, উম্মে সকিনা মহিলা মাদরাসা ও মিফতাহুল জান্নাহ মহিলা মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এতে মুরাদনগর উন্নয়ন সমিতির সভাপতি হাজী খন্দকার সফিকুল ইসলামের সভাপতিত্বে অধ্যাপক ওমর ফারুকের উপস্থপনায় এতে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক সরকার কাজল, দারুল উলুম উম্মুল কোরআন মাদরাসার পরিচালক মাওলানা ইকবাল হোসেন, উম্মে সকিনা মহিলা মাদরাসার পরিচালক মাওলানা আবু ইউসুফ, মিফতাহুল জান্নাহ মহিলা মাদরাসা পরিচালক হাফেজ শরিফুল ইসলাম ও খন্দকার একাডেমির অধ্যক্ষ কামরুল হুদা প্রমুখ।