তথ্যপ্রযুক্তি :
সৌর জগতের শুক্র, বৃহস্পতি, নেপচুনে যেতে চায় নাসার মহাকাশ বিজ্ঞানীরা। সৌরজগতের বিভিন্ন অংশে পৌঁছানোর প্রস্তুতিও নিচ্ছে নাসা। শুক্রের জন্য দুটি মিশনের জন্য কাজ চলছে। এরপর বৃহস্পতির চাঁদে এবং শেষটি হবে ট্রাইটনে যা নেপচুনের চাঁদ।
এদিকে, সূর্য কে আরো কাছ থেকে দেখতে প্রস্তুত নাসা। ইউরোপিয়ান স্পেস এজেন্সির সঙ্গে যৌথ উদ্যোগে উৎক্ষেপণ করা হয়েছে প্রথম সৌর অরবিটার। এটি প্রথম মহাকাশ যান যা সূর্যের ছবি তুলে পৃথিবীতে পাঠাবে।মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, সোলার অরবিটারের সৌর প্যানেলগুলি সফল ভাবে প্রতিস্থাপিত হয়েছে। নাসা জানিয়েছে, এখন ওই মহাকাশ যান তার অ্যান্টেনা ও সৌর প্যানেল গুলি যথাযথ ভাবে স্থাপন করবে। এরপরই, তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।