জাতীয় ডেস্কঃ
দুই দিনের সফরে বাংলাদেশে আসা তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকে বসেন দুই প্রধানমন্ত্রী। মঙ্গলবার বিকাল ৩টার পর ঢাকায় তুরস্কের প্রধানমন্ত্রী পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও উপস্থিত ছিলেন।
এদিকে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দলেরও মধ্যেও বৈঠক হবে। ওই বৈঠকে রোহিঙ্গা সঙ্কট, বাণিজ্য-বিনিয়োগ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি দু’টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
সোমবার রাতে ঢাকা পৌঁছান তুরস্কের প্রধানমন্ত্রী। আজ মঙ্গলবার সকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।