ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শেষ ওভারের নাটকীয়তায় জিতলো চিটাগং

খেলাধূলা ডেস্কঃ

শেষ ওভারের উত্তেজনায় সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসকে হারাল মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে মুশফিকরা জয় পেয়েছে তিন উইকেটে। ছয় ম্যাচে চট্টগ্রামের এটি পঞ্চম জয়। ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এখন তারা দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে, সাত ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে ঢাকা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ঢাকা ডায়নামাইটসের দেয়া ১৪০ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে সাত উইকেট হারিয়ে জয় তুলে নেয় চট্টগ্রাম। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন মোসাদ্দেক হোসেন। ১২ বলে ৩০ রান করেন ক্যামেরন দেলপোর্ট। ১০ বলে তিন ছক্কার সাহায্যে ২৫ রান করে অপরাজিত থাকেন রব্বি ফ্রাইলিঙ্ক। ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান চার ওভারে ১৬ রান দিয়ে চার উইকেট শিকার করেন। একটি ওভার মেডেন করেন তিনি।  এছাড়া আন্দ্রে রাসেল ১টি ও রুবেল হোসেন ১টি করে উইকেট নেন।

ইনিংসের শেষ ওভারে জয়ের জন্য চট্টগ্রামের প্রয়োজন ছিল ১৬ রান। হাতে ছিল তিন উইকেট। ক্রিজে ছিলেন ফ্রাইলিঙ্ক ও সানজামুল ইসলাম। বোলিংয়ে ছিলেন মোহর শেখ। ওভারের প্রথম বল থেকে সিঙ্গেল নেন সানজামুল। দ্বিতীয় বলে ছক্কা হাঁকান ফ্রাইলিঙ্ক। তৃতীয় বল থেকে দুই রান নেন তিনি। এরপর চতুর্থ ও পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন।

দলীয় শূন্য রানেই প্রথম উইকেট হারায় চট্টগ্রাম। আন্দ্রে রাসেলের করা ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলে ডাইভ দিয়ে দুর্দান্ত একটি ক্যাচ নেন শুভাগত। ফিরে যান মোহাম্মদ শাহজাদ। চতুর্থ ওভারে সাকিবের ঘূর্ণিতে বোল্ড হন দেলপোর্ট। ১২ বলে চারটি চার ও দুইটি ছক্কার সাহায্যে ৩০ রান করেন তিনি। ষষ্ঠ ওভারে সাকিবের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইয়াসির। অষ্টম ওভারে দাসুন শানাকাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সাকিব।

অধিনায়ক মুশফিকুর রহিম ফেরেন ২৩ বলে ২২ রান করে। ১৪তম ওভারে রুবেল হোসেনের বলে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন মুশফিক। কিন্তু বলটি গিয়ে জমা পড়ে নারিনের হাতে। ১৭তম ওভারে মেডেনসহ এক উইকেট নেন সাকিব। ওভারের পঞ্চম বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হন নাঈম হাসান। ১৯তম ওভারে রান আউট হয়ে যান মোসাদ্দেক হোসেন।

ফল : ৩ উইকেটে জয়ী চিটাগং ভাইকিংস

ঢাকা ডায়নামাইটস ইনিংস : ১৩৯/৯ (২০ ওভার)

রনি ০, নারিন ১৮, কুন ১৮, সাকিব ৩৪, রাসুলি ০, নুরুল ২৭, রাসেল ১, শুভাগত ২৮, মোহাম্মদ নাঈম ৬, মোহর ০*; ফ্রাইলিঙ্ক ২/১৯, নাঈম হাসান ০/২৭, খালেদ আহমেদ ১/২৭, রাহি ২/২৬, মোসাদ্দেক ০/১১, দেলপোর্ট ৩/২৫)

চিটাগং ভাইকিংস : ১৪৫/৭ (১৯.৫ ওভার)

শাহজাদ ০, দেলপোর্ট ৩০, ইয়াসির ১৫, মুশফিক ২২, শানাকা ২, মোসাদ্দেক ৩৩, নাঈম হাসান ৪, ফ্রাইলিঙ্ক ২৫*, সানজামুল ২*; রাসেল ১/২৫, শুভাগত ০/১৬, সাকিব ৪/১৬, নারিন ০/২৬, রুবেল ১/২৪, মোহর ০/৩৭

ম্যাচ সেরা : রব্বি ফ্রাইলিঙ্ক (চিটাগং ভাইকিংস)

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ: স্বাগত জানাতে মুরাদনগরে ব্যাপক প্রস্ততি

শেষ ওভারের নাটকীয়তায় জিতলো চিটাগং

আপডেট সময় ০১:২৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯
খেলাধূলা ডেস্কঃ

শেষ ওভারের উত্তেজনায় সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসকে হারাল মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে মুশফিকরা জয় পেয়েছে তিন উইকেটে। ছয় ম্যাচে চট্টগ্রামের এটি পঞ্চম জয়। ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এখন তারা দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে, সাত ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে ঢাকা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ঢাকা ডায়নামাইটসের দেয়া ১৪০ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে সাত উইকেট হারিয়ে জয় তুলে নেয় চট্টগ্রাম। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন মোসাদ্দেক হোসেন। ১২ বলে ৩০ রান করেন ক্যামেরন দেলপোর্ট। ১০ বলে তিন ছক্কার সাহায্যে ২৫ রান করে অপরাজিত থাকেন রব্বি ফ্রাইলিঙ্ক। ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান চার ওভারে ১৬ রান দিয়ে চার উইকেট শিকার করেন। একটি ওভার মেডেন করেন তিনি।  এছাড়া আন্দ্রে রাসেল ১টি ও রুবেল হোসেন ১টি করে উইকেট নেন।

ইনিংসের শেষ ওভারে জয়ের জন্য চট্টগ্রামের প্রয়োজন ছিল ১৬ রান। হাতে ছিল তিন উইকেট। ক্রিজে ছিলেন ফ্রাইলিঙ্ক ও সানজামুল ইসলাম। বোলিংয়ে ছিলেন মোহর শেখ। ওভারের প্রথম বল থেকে সিঙ্গেল নেন সানজামুল। দ্বিতীয় বলে ছক্কা হাঁকান ফ্রাইলিঙ্ক। তৃতীয় বল থেকে দুই রান নেন তিনি। এরপর চতুর্থ ও পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন।

দলীয় শূন্য রানেই প্রথম উইকেট হারায় চট্টগ্রাম। আন্দ্রে রাসেলের করা ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলে ডাইভ দিয়ে দুর্দান্ত একটি ক্যাচ নেন শুভাগত। ফিরে যান মোহাম্মদ শাহজাদ। চতুর্থ ওভারে সাকিবের ঘূর্ণিতে বোল্ড হন দেলপোর্ট। ১২ বলে চারটি চার ও দুইটি ছক্কার সাহায্যে ৩০ রান করেন তিনি। ষষ্ঠ ওভারে সাকিবের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইয়াসির। অষ্টম ওভারে দাসুন শানাকাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সাকিব।

অধিনায়ক মুশফিকুর রহিম ফেরেন ২৩ বলে ২২ রান করে। ১৪তম ওভারে রুবেল হোসেনের বলে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন মুশফিক। কিন্তু বলটি গিয়ে জমা পড়ে নারিনের হাতে। ১৭তম ওভারে মেডেনসহ এক উইকেট নেন সাকিব। ওভারের পঞ্চম বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হন নাঈম হাসান। ১৯তম ওভারে রান আউট হয়ে যান মোসাদ্দেক হোসেন।

ফল : ৩ উইকেটে জয়ী চিটাগং ভাইকিংস

ঢাকা ডায়নামাইটস ইনিংস : ১৩৯/৯ (২০ ওভার)

রনি ০, নারিন ১৮, কুন ১৮, সাকিব ৩৪, রাসুলি ০, নুরুল ২৭, রাসেল ১, শুভাগত ২৮, মোহাম্মদ নাঈম ৬, মোহর ০*; ফ্রাইলিঙ্ক ২/১৯, নাঈম হাসান ০/২৭, খালেদ আহমেদ ১/২৭, রাহি ২/২৬, মোসাদ্দেক ০/১১, দেলপোর্ট ৩/২৫)

চিটাগং ভাইকিংস : ১৪৫/৭ (১৯.৫ ওভার)

শাহজাদ ০, দেলপোর্ট ৩০, ইয়াসির ১৫, মুশফিক ২২, শানাকা ২, মোসাদ্দেক ৩৩, নাঈম হাসান ৪, ফ্রাইলিঙ্ক ২৫*, সানজামুল ২*; রাসেল ১/২৫, শুভাগত ০/১৬, সাকিব ৪/১৬, নারিন ০/২৬, রুবেল ১/২৪, মোহর ০/৩৭

ম্যাচ সেরা : রব্বি ফ্রাইলিঙ্ক (চিটাগং ভাইকিংস)