খেলাধূলা ডেস্ক:
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। অপরদিকে বার্সেলোনার সঙ্গে দেখা হবে ইতালিয়ান ক্লাব ন্যাপলির।
সুইজারল্যান্ডের নিয়নে আজ বিকালে ড্র অনুষ্ঠিত হয়। আগামী বছরের ১৮, ১৯, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি হবে নক-আউটের প্রথম লেগের খেলা। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ১০, ১১, ১৭ ও ১৮ মার্চ। প্রথম লেগে গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলো খেলবে প্রতিপক্ষের মাঠে।
কে খেলবে কার বিপক্ষে:
- বরুশিয়া ডর্টমুন্ড বনাম পিএসজি
- রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি
- আটলান্টা বনাম ভ্যালেন্সিয়া
- অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম লিভারপুল
- বায়ার্ন মিউনিখ বনাম চেলসি
- লিওন বনাম জুভেন্টাস
- টটেনহ্যাম বনাম আরবি লিপজিগ
- ন্যাপলি বনাম বার্সেলোনা