ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শোলাকিয়ার ঈদ জামাতে শ’খানেক মুসল্লি!

জাতীয় ডেস্কঃ
জঙ্গি হামলার আশঙ্কা ও বিরূপ আবহাওয়ার মধ্যে এবার কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতে অংশ নিয়েছেন মাত্র শ’খানিক মুসল্লি। এতো কম উপস্থিতি দেশের সর্ববৃহত্ এ ঈদগাঁও ময়দানে দেখেছেন বলে কেউ স্মরণ করতে পারেন না।
কড়া নিরাপত্তার মধে‌্য সকালে শোলাকিয়ায় নামাজ সুষ্ঠুভাবেই শেষ হয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে ঈদুল ফিতরে যেতে না পারলেও এবার আবার নামাজে ইমামতি করেন মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ। নামাজের পর হাজার খানেক মুসল্লি এক সঙ্গে হাত তুলে দেশ ও মানুষের জন‌্য দোয়া করেন।
সকাল নয়টায় নামাজের সময় মাত্র কয়েকটি কাতার হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিই বেশি করে চোখে লাগছিল সবার। দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের সুবিধার জন্য ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের ব‌্যবস্থা এবারও ছিল। একটি ট্রেন ভোর পৌনে ৬টায় ময়মনসিংহ থেকে এবং আরেকটি সকাল ৬টায় ভৈরব থেকে কিশোরগঞ্জ এসে পৌঁছে। তবে যাত্রী ছিল খুব কম।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি মো. আজিমুদ্দিন বিশ্বাস বলেন, কোরবানির আনুষ্ঠানিকতার কারণে ঈদুল আজহায় এমনিতে মুসল্লি কম হয়। প্রবল বৃষ্টিপাতের কারণে এবার আরও কম হয়েছে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান বলেন, ঈদুল ফিতরের দিনে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে এবারের ঈদুল আজহার জামাতকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখাতেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

শোলাকিয়ার ঈদ জামাতে শ’খানেক মুসল্লি!

আপডেট সময় ০১:৩৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০১৬
জাতীয় ডেস্কঃ
জঙ্গি হামলার আশঙ্কা ও বিরূপ আবহাওয়ার মধ্যে এবার কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতে অংশ নিয়েছেন মাত্র শ’খানিক মুসল্লি। এতো কম উপস্থিতি দেশের সর্ববৃহত্ এ ঈদগাঁও ময়দানে দেখেছেন বলে কেউ স্মরণ করতে পারেন না।
কড়া নিরাপত্তার মধে‌্য সকালে শোলাকিয়ায় নামাজ সুষ্ঠুভাবেই শেষ হয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে ঈদুল ফিতরে যেতে না পারলেও এবার আবার নামাজে ইমামতি করেন মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ। নামাজের পর হাজার খানেক মুসল্লি এক সঙ্গে হাত তুলে দেশ ও মানুষের জন‌্য দোয়া করেন।
সকাল নয়টায় নামাজের সময় মাত্র কয়েকটি কাতার হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিই বেশি করে চোখে লাগছিল সবার। দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের সুবিধার জন্য ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের ব‌্যবস্থা এবারও ছিল। একটি ট্রেন ভোর পৌনে ৬টায় ময়মনসিংহ থেকে এবং আরেকটি সকাল ৬টায় ভৈরব থেকে কিশোরগঞ্জ এসে পৌঁছে। তবে যাত্রী ছিল খুব কম।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি মো. আজিমুদ্দিন বিশ্বাস বলেন, কোরবানির আনুষ্ঠানিকতার কারণে ঈদুল আজহায় এমনিতে মুসল্লি কম হয়। প্রবল বৃষ্টিপাতের কারণে এবার আরও কম হয়েছে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান বলেন, ঈদুল ফিতরের দিনে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে এবারের ঈদুল আজহার জামাতকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখাতেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।