জাতীয় ডেস্কঃ
কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদগাহ ময়দানের প্রবেশ পথে টহলরত পুলিশের ওপর বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
এসময় পুলিশের সঙ্গে দুর্বৃত্তদের গোলাগুলির ঘটনাও ঘটেছে। এতে জহিরুল ইসলাম নামে পুলিশের এক কনস্টেবল ও এক হামলাকারী নিহত হয়েছেন।
এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ৮ পুলিশ সদস্য। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯ টার পর এ ঘটনা ঘটে।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।