খেলাধূলা ডেস্ক:
ইংলিশ লিগ মানেই উত্তেজনায় পরিপূর্ণ ৯০ মিনিটের ধ্রুপদী ফুটবল লড়াই। ধারাবাহিকতা রক্ষা করে বুধবার রাতে (৩০ অক্টোবর) অ্যানফিল্ডে মৌসুমের সেরা শ্বাসরুদ্ধকর ম্যাচ উপহার দিলো লিভারপুল-আর্সেনাল। উত্তেজনা, রোমাঞ্চ আর আক্রমণ-পাল্টা আক্রমণে ৫-৫ গোলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে হেরে যায় উনাই এমেরির দল।
বুধবার (৩০ অক্টোবর) অ্যানফিল্ডে শেষ ষোলোর ম্যাচটি টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে লিভারপুল। আর্সেনালকে বিদায় করে লিগ কাপের কোয়ার্টার ফাইনালেও উঠে গেছে তারা।
ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। আর্সেনাল ডিফেন্ডার স্কোড্রান মুস্তাফির ভুলে প্রথমগোল হজম করে সফরকারীরা। ঘুরে দাঁড়াতে অবশ্য সময় নেয়নি আর্সেনাল। ১৯ মিনিটে লুকাস তররেইরার গোলে ব্যবধান কমায় তারা। ।
২৬তম মিনিটে জালে পাঠান মার্তিনেলি। ১০ মিনিট পর বাঁ দিক থেকে সাকার বাড়ানো বল ফাঁকায় পেয়ে প্লেসিং শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
৪৩তম মিনিটে সফল স্পট কিকে স্কোরলাইন ৩-২ করেন জেমস মিলনার। হার্ভে এলিয়ট ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পেয়েছিলো লিভারপুল।
দ্বিতীয়ার্ধের নবম মিনিটে আবারও গোল খেয়ে বসে লিভারপুল। মেসুত ওজিলে সহযোগিতায় এই গোল করেন এইন্সলি মেইটল্যান্ড-নাইলস। ৫৮তম মিনিটে লিভারপুলের তৃতীয় গোলটি করেন অ্যালেক্স-অক্সলেইড চেম্বারলেইন। ৬২তম মিনিটে স্কোরলাইন ৪-৪ করেন বেলজিয়ান ফরোয়ার্ড দিভোক ওরিগি। ৭০তম মিনিটে জো উইলক গোলে ম্যাচে দ্বিতীয়বারের মতো এগিয়ে যায় আর্সেনাল। নির্ধারিত সময় পেরিয়ে ম্যাচ যোগ করা সময়ে গড়ালে লিভারপুল সমর্থকদের মনে নিশ্চয়ই হারের শঙ্কা জেগে উঠেছিলো। তবে একেবারে শেষ মুহূর্তে ওরিগির গোলে রক্ষা পায় লিভারপুল। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
লিভারপুলের ২০ বছর বয়সী আইরিশ গোলরক্ষক চাওমহিন কেলেহার টাইব্রেকারে আর্সেনালের দানি সেবায়োসের নেওয়া চতুর্থ পেনাল্টি কিকটি ঠেকিয়ে দিয়েছেন। এতেই টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় পাস করে অলরেডরা।
রাতে অন্য কোয়ার্টার ফাইনালে চেলসিকে ২-১ ব্যবধানে হারায় ম্যানইউ।