মোঃ জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) থেকেঃ
সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোতে গীর্জা ও হোটেলে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় নিহত প্রধান মন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই ও আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শেখ সেলিম এমপির নাতি শিশু জায়ান চৌধুরীরসহ নিহতদের আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লার তিতাস উপজেলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) বাদ আছর উপজেলার দক্ষিন আকালিয়া শিকদার বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং নিটল নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিমা আহমদ মেরী। তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মহসিন ভূইয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. পারভেজ হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ প্রধান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও ৩ নং বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নুর নবী, সাতানী ইউপি চেয়ারম্যান সামছুল হক সরকার, জগতপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মো.শাহ আলম শান্তি ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ আহমেদ ফকির প্রমূখ।
এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রলয়সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা। মুনাজাত পূর্ব আলোচনায় অনুষ্ঠানের প্রধান অতিথি সেলিমা আহমদ মেরী এমপি বলেন দুর্নীতি, সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ ও শোষন মুক্ত তিতাস-হোমনা গড়তে হলে, সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে এবং যেখানে সন্ত্রাস সেখানেই প্রতিরোধ করতে হবে।