জাতীয় ডেস্কঃ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ষোড়শ সংশোধনী রায়ের পরে সরকারের ক্ষমতায় থাকা বেআইনি। এ রায়ের পরে দেশের জনগণ তৃপ্তি ও আশা খুঁজে পাচ্ছে। শুক্রবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, এ সরকারের মূল টার্গেটই হচ্ছে নারী ও শিশু। চারিদিকে নির্যাতন ও ধর্ষণের মহামারি আকার ধারণ করেছে।
তিনি বলেন, দেশে এখন আওয়ামী আইন চলছে। এই আইনে অবৈধ ক্ষমতার সঙ্গে যুক্ত চর্চিত হিংসার স্ফুরণ ক্রমবর্ধমান মাত্রায় সংঘটিত হচ্ছে। এই আইনে আমরা দেখতে পাচ্ছি-বিরোধী দলের প্রতি ক্ষোভে সরকার যেন সবসময় ক্রোধের আগুনে দগ্ধ হচ্ছেন।
রিজভী বলেন, বাংলাদেশ এখন এমন একটি দেশ যেখানে কেবলমাত্র মৃত মানুষ ছাড়া কারো সত্য কথা বলার কোন অধিকার নেই। তাই বর্তমান সরকার দেশে সত্যিকার অর্থে যে উন্নয়ন করেছে তাহলো অশান্তি, হিংসা আর হানাহানি। তবে দু:শাসনের অবসানে জনগণের কালজ্বয়ী প্রতিজ্ঞা কখনো নিস্ফল হয় না।
রিজভী বলেন, বাণিজ্যমন্ত্রী বলেছেন ‘দেশে দ্রব্যমূল্যের দাম বাড়েনি, স্থিতিশীল রয়েছে’। যাহা সম্পূর্ণরূপে অসত্য। আওয়ামী নেতা ও মন্ত্রীরা যে ডাহা মিথ্যাচার করেন, এটি তার আরো একটি উৎকৃষ্ট উদাহরণ।