জাতীয় ডেস্কঃ
রবিবার সংসদে সংবিধান সপ্তদশ সংশোধনী বিল পাস হবে। আজ শনিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচনের বিধানের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত এ বিল পাসের সময় অধিবেশনে যথাসময়ে উপস্থিত থাকতে চিফ হুইপ আ স ম ফিরোজ সংসদ সদস্যদের প্রতি অনুরোধ করেছেন।
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের বিধানের এ মেয়াদ ১০ম জাতীয় সংসদে মেয়াদ শেষে শেষ হয়ে যাবে।