ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সংলাপ নিয়ে সিইসির ব্রিফিং বৃহস্পতিবার

জাতীয় ডেস্কঃ
একাদশ সংসদ নির্বাচন নিয়ে ধারাবাহিক সংলাপ শেষে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। বৃহস্পতিবার সকাল ১১টায় আগারগাঁও নির্বাচন ভবনে সংলাপ পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন সিইসি। এ বিষয়ে জানতে চাইলে ইসি যুগ-সচিবের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান আরজু ইত্তেফাককে বলেন, সংবাদ সম্মেলনের মাধ্যমে ধারাবাহিক সংলাপের কথা বলবেন সিইসি।
এদিকে, সর্বশেষ নির্বাচন বিশেষজ্ঞদের নিয়ে সংলাপে আমন্ত্রিত অতিথিদের দাওয়াত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। ধারাবাহিক সংলাপে ইসির সাবেক দুইজন সচিব ও আরও কয়েকজনকে দাওয়াত দেয়া হয়নি। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা হলো- ইসির সাবেক সচিব ও বর্তমান পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক সাংবিধানিক প্রতিষ্ঠানে অধিষ্ঠিত হওয়ার কারণে উনাকে দাওয়াত দেয়া হয়নি। কেননা উনাকে দাওয়াত দিতে গেলে রাষ্ট্রপতির অনুমতির প্রয়োজন পড়ে। এটিএম শামসুল হুদা ও কাজী রকিবউদ্দীন আহমদ কমিশনের সময় সচিবের দায়িত্বে ছিলেন তিনি। তবে উনি সংলাপে এলে কমিশন উপকৃত হতো। এছাড়াও ইসির সাবেক সচিব ও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সদ্য অবসরে যাওয়া মো. সিরাজুল ইসলামকেও দাওয়াত দেয়া হয়নি। যেহেতু উনি মাত্র পিআরএলে গেছেন, ফলে উনাকে সংলাপে ডাকা যুক্তিযুক্ত মনে হয়নি।
গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মাধ্যমে সংলাপের সূত্রপাত করে ইসি। এরপর গত ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যমের প্রতিনিধি, গত ২৪ আগস্ট থেকে গত ১৯ অক্টোবর পর্যন্ত নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দল, গত ২২ অক্টোবর ৩২ পর্যবেক্ষক সংস্থার প্রধান, ২৩ অক্টোবর নারীনেত্রী এবং সর্বশেষ গত ২৪ অক্টোবর সাবেক প্রধান নির্বাচন কমিশনার, সাবেক নির্বাচন কমিশনার, ইসির সাবেক সচিব, সাবেক কয়েকজন সচিব, সাবেক আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। এই সংলাপের বিস্তারিত তুলে ধরবেন সিইসি।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময়

সংলাপ নিয়ে সিইসির ব্রিফিং বৃহস্পতিবার

আপডেট সময় ০২:০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭
জাতীয় ডেস্কঃ
একাদশ সংসদ নির্বাচন নিয়ে ধারাবাহিক সংলাপ শেষে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। বৃহস্পতিবার সকাল ১১টায় আগারগাঁও নির্বাচন ভবনে সংলাপ পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন সিইসি। এ বিষয়ে জানতে চাইলে ইসি যুগ-সচিবের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান আরজু ইত্তেফাককে বলেন, সংবাদ সম্মেলনের মাধ্যমে ধারাবাহিক সংলাপের কথা বলবেন সিইসি।
এদিকে, সর্বশেষ নির্বাচন বিশেষজ্ঞদের নিয়ে সংলাপে আমন্ত্রিত অতিথিদের দাওয়াত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। ধারাবাহিক সংলাপে ইসির সাবেক দুইজন সচিব ও আরও কয়েকজনকে দাওয়াত দেয়া হয়নি। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা হলো- ইসির সাবেক সচিব ও বর্তমান পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক সাংবিধানিক প্রতিষ্ঠানে অধিষ্ঠিত হওয়ার কারণে উনাকে দাওয়াত দেয়া হয়নি। কেননা উনাকে দাওয়াত দিতে গেলে রাষ্ট্রপতির অনুমতির প্রয়োজন পড়ে। এটিএম শামসুল হুদা ও কাজী রকিবউদ্দীন আহমদ কমিশনের সময় সচিবের দায়িত্বে ছিলেন তিনি। তবে উনি সংলাপে এলে কমিশন উপকৃত হতো। এছাড়াও ইসির সাবেক সচিব ও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সদ্য অবসরে যাওয়া মো. সিরাজুল ইসলামকেও দাওয়াত দেয়া হয়নি। যেহেতু উনি মাত্র পিআরএলে গেছেন, ফলে উনাকে সংলাপে ডাকা যুক্তিযুক্ত মনে হয়নি।
গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মাধ্যমে সংলাপের সূত্রপাত করে ইসি। এরপর গত ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যমের প্রতিনিধি, গত ২৪ আগস্ট থেকে গত ১৯ অক্টোবর পর্যন্ত নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দল, গত ২২ অক্টোবর ৩২ পর্যবেক্ষক সংস্থার প্রধান, ২৩ অক্টোবর নারীনেত্রী এবং সর্বশেষ গত ২৪ অক্টোবর সাবেক প্রধান নির্বাচন কমিশনার, সাবেক নির্বাচন কমিশনার, ইসির সাবেক সচিব, সাবেক কয়েকজন সচিব, সাবেক আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। এই সংলাপের বিস্তারিত তুলে ধরবেন সিইসি।