জাতীয় ডেস্কঃ
একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে বুধবার (৩০ জানুয়ারি)। অধিবেশনে অংশ নিচ্ছে না বিএনপি। তবে এই অধিবেশনের প্রতিবাদে বুধবার একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রতিবাদে সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এক ঘন্টা মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি। মঙ্গলবার (২৯ জানুয়ারি) নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রতিবাদে সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এক ঘন্টা কর্মসূচির কথা জানিয়ে রিজভী বলেন, ‘এই কালিমালিপ্ত ভুয়া ভোটের সংসদের প্রতিবাদে আগামীকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিএনপির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন হবে’।
তিনি আরও বলেন, ‘এই সংসদ ইতিহাসের ম্যান্ডেটবিহীন ক্ষমতালোভীদের সম্মেলন হিসেবে বিবেচিত হবে সব জায়গায়’।