ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সকালে সড়কে প্রাণ গেল ৭ জনের

জাতীয় ডেস্কঃ
বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় রাজশাহী, বাগেরহাট ও লক্ষ্মীপুরে ৭ জন নিহত হয়েছেন। ‍এ ঘটনায় আহত হয়েছেন আরও ‍অনেকে।
বৃহস্পতিবার (২ মে) সকালে এসব দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ এলাকায় একটি বাস উল্টে ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।
আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের হেলপার হানিফ, আমেনা ও মনোয়ারা বেগম নামে দুই নারী যাত্রীসহ ৩ জন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাঘা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল রজনীগন্ধা (সিরাজগঞ্জ-ব-০৫) নামের যাত্রীবাহী বাস। এটা মীরগঞ্জ ভানুকর মোড়ে এসে একটি ভটভটিকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। আহত হয়েছেন আরো ১২ জন।
নিহতরা হলেন- রজনীগন্ধা পরিবহনের হেলপার বাঘা উপজেলার ছাতারী গ্রামের শমসের আলীর ছেলে আবু হানিফ (২৩), মনিগ্রাম মহদীপুর বটতলা গ্রামের মুনছার আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৫৫) ও হরিরামপুর দাঁড়পাড়া গ্রামের নিয়াত আলীর মেয়ে আমেনা ওরফে বাদলা বেগম (৫২)।
আহতদের মধ্যে আছেন ছাতারী গ্রামের সজল আলী, নারায়ণপুর গ্রামের কার্তক হালদার, চকনারায়ণপুর গ্রামের প্রষান্ত কুমার, চকছাতারী গ্রামের শরিফুল ইসলাম, হেলালপুর গ্রামের লালন উদ্দিন, চকছাতারী গ্রামের জিল্লুর রহমান, লালপুর ঘোষপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেন। তাদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্যা ১৩ জনকে চারঘাট ও রাজশাহী মেডিক্যালে ভর্তি করা হয়। বাসের চালক বাঘা বাসস্ট্যান্ড এলাকার জিন্নাত আলী বলে জানা যায়। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
বাঘা থানার ওসি মহসীন আলী জানান, ঘটনার পর থেকে বাসচালক পলাতক। দুই নারী যাত্রীর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর নিহত হেলপারের লাশ ময়নাতদন্তের পর দেয়া হবে। এ ঘটনায় একটি মামলা রজু হবে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে, লক্ষ্মীপুরে ট্রাকচাপায় দুখু মিয়া নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন সিএনজি অটোরিকশা চালক।
বৃহস্পতিবার ভোরে লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর তেমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুখু মিয়া রামগঞ্জ উপজেলার পদ্মাবাজার গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- চালক নুর হোসেন ও ইব্রাহিম। এর মধ্যে আহত নুর হোসেনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর ৬টার দিকে লক্ষ্মীপুর বাস টার্মিনাল এলাকা থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি ট্রাক উত্তর তেমুহনী এলাকায় দাড়িয়ে থাকা চারটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে চালক দুখু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হন আরও দুজন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আনোয়ার হোসেন জানান, আহতদের মধ্যে নূর হোসেনের অবস্থা আশঙ্কাজনক তাকে দ্রুত ঢাকায় নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
সদর থানার ওসি লোকমান হোসেন জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে তবে চালক ঘটনার পর পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
অপরদিকে, বাগেরহাটের রামপালে ট্রাক ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার ভাগাবাজারের কাছে মালিডাঙ্গা এলাকা ওই দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সোহাগ শেখ (৩৫) এবং চাঁদপাই ইউনিয়নের মাকড়ঢোন গ্রামের সনজিৎ রায় (৪৭)। নিহত অপরজনের নাম জানা যায় নি।
জানা যায়, ট্রাকটি খুলনা থেকে মোংলার দিকে আসছিল। মাহেন্দ্রটি যাত্রী নিয়ে মোংলা থেকে কাটাখালীর দিকে যাচ্ছিল। পথে বাস ও মাহেন্দ্রটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে বাগেরহাটের সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে ট্রাকটি পালিয়ে গেছে বলে পুলিশ জানায়।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

সকালে সড়কে প্রাণ গেল ৭ জনের

আপডেট সময় ১০:০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯
জাতীয় ডেস্কঃ
বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় রাজশাহী, বাগেরহাট ও লক্ষ্মীপুরে ৭ জন নিহত হয়েছেন। ‍এ ঘটনায় আহত হয়েছেন আরও ‍অনেকে।
বৃহস্পতিবার (২ মে) সকালে এসব দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ এলাকায় একটি বাস উল্টে ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।
আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের হেলপার হানিফ, আমেনা ও মনোয়ারা বেগম নামে দুই নারী যাত্রীসহ ৩ জন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাঘা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল রজনীগন্ধা (সিরাজগঞ্জ-ব-০৫) নামের যাত্রীবাহী বাস। এটা মীরগঞ্জ ভানুকর মোড়ে এসে একটি ভটভটিকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। আহত হয়েছেন আরো ১২ জন।
নিহতরা হলেন- রজনীগন্ধা পরিবহনের হেলপার বাঘা উপজেলার ছাতারী গ্রামের শমসের আলীর ছেলে আবু হানিফ (২৩), মনিগ্রাম মহদীপুর বটতলা গ্রামের মুনছার আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৫৫) ও হরিরামপুর দাঁড়পাড়া গ্রামের নিয়াত আলীর মেয়ে আমেনা ওরফে বাদলা বেগম (৫২)।
আহতদের মধ্যে আছেন ছাতারী গ্রামের সজল আলী, নারায়ণপুর গ্রামের কার্তক হালদার, চকনারায়ণপুর গ্রামের প্রষান্ত কুমার, চকছাতারী গ্রামের শরিফুল ইসলাম, হেলালপুর গ্রামের লালন উদ্দিন, চকছাতারী গ্রামের জিল্লুর রহমান, লালপুর ঘোষপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেন। তাদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্যা ১৩ জনকে চারঘাট ও রাজশাহী মেডিক্যালে ভর্তি করা হয়। বাসের চালক বাঘা বাসস্ট্যান্ড এলাকার জিন্নাত আলী বলে জানা যায়। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
বাঘা থানার ওসি মহসীন আলী জানান, ঘটনার পর থেকে বাসচালক পলাতক। দুই নারী যাত্রীর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর নিহত হেলপারের লাশ ময়নাতদন্তের পর দেয়া হবে। এ ঘটনায় একটি মামলা রজু হবে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে, লক্ষ্মীপুরে ট্রাকচাপায় দুখু মিয়া নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন সিএনজি অটোরিকশা চালক।
বৃহস্পতিবার ভোরে লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর তেমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুখু মিয়া রামগঞ্জ উপজেলার পদ্মাবাজার গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- চালক নুর হোসেন ও ইব্রাহিম। এর মধ্যে আহত নুর হোসেনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর ৬টার দিকে লক্ষ্মীপুর বাস টার্মিনাল এলাকা থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি ট্রাক উত্তর তেমুহনী এলাকায় দাড়িয়ে থাকা চারটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে চালক দুখু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হন আরও দুজন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আনোয়ার হোসেন জানান, আহতদের মধ্যে নূর হোসেনের অবস্থা আশঙ্কাজনক তাকে দ্রুত ঢাকায় নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
সদর থানার ওসি লোকমান হোসেন জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে তবে চালক ঘটনার পর পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
অপরদিকে, বাগেরহাটের রামপালে ট্রাক ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার ভাগাবাজারের কাছে মালিডাঙ্গা এলাকা ওই দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সোহাগ শেখ (৩৫) এবং চাঁদপাই ইউনিয়নের মাকড়ঢোন গ্রামের সনজিৎ রায় (৪৭)। নিহত অপরজনের নাম জানা যায় নি।
জানা যায়, ট্রাকটি খুলনা থেকে মোংলার দিকে আসছিল। মাহেন্দ্রটি যাত্রী নিয়ে মোংলা থেকে কাটাখালীর দিকে যাচ্ছিল। পথে বাস ও মাহেন্দ্রটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে বাগেরহাটের সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে ট্রাকটি পালিয়ে গেছে বলে পুলিশ জানায়।