বিনোদন ডেস্ক:
সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নতুন একটি ছবির কাজ শুরু করেছেন বলিউডের শ্রীলংকান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবির নাম ‘ড্রাইভ’। এ ছবির জন্য প্রতিভার সবটা উজাড় করে দিচ্ছেন নায়িকা। অসুস্থ শরীর নিয়েও শুটিং করছেন। তাই একটি গানের সিকোয়েন্সে ডান্স করতে গিয়ে নায়িকার অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে।
সম্প্রতি মুক্তি পেয়েছে জ্যাকুলিন ও সুশান্তের নতুন ছবি ‘ড্রাইভ’-এর প্রথম গান ‘মাখনা’। ডান্স ফ্লোরে মাতিয়ে দেয়ার জন্য প্লেলিস্টে সহজেই ঢুকে পড়তে পারে এই গান। ভিডিওটি একটি ট্যুরের মতো করে শ্যুট করা হয়েছে। মজার কোলাজে ইসরায়েলে ছুটি কাটাতে যাওয়ার পটভূমিতে গানের ভিডিওটি করা হয়েছে।
‘ড্রাইভ’ প্রযোজনার দায়িত্বে আছে করণ জোহারের ধর্মা প্রোডাকশন। পরিচালনা করেছেন তরুণ মনসুখানি। ছবির গল্পও তার লেখা। এটি জ্যাকুলিন ও সুশান্ত সিং রাজপুত জুটির প্রথম ছবি। চলতি মাসে ছবিটি মুক্তি পাবে। নভেম্বরে মুক্তি পাবে নেটফ্লিক্সে।