মোর্শেদুল ইসলাম শাজু, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে উপস্থিত জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মহিউর রহমান বলেন, আমি কোনো পার্টির অংশ হিসেবে বলছি না। সরকার যদি সঠিক নীতি না নেয় , তাহলে আমরা কেহই ভালো কাজ করতে পারি না। সেটাও আপনারা খেয়াল রাখবেন। যাতে এমন সরকার আমাদের আসে, যারা দেশের জন্য এবং সকলের জন্য ভালো কাজ করে।
শনিবার বিকেলে নিটল-টাটা গ্রুপের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একটি অ্যাম্ব্যুলেন্স উপহারদানকালে ড. মশিউর রহমান তার সংক্ষিপ্ত বক্তৃতায় এ কথা বলেন। উপজেলার পাথালিয়াকান্দি গ্রামে এফবিসিসিআই ও নিটল-টাটা গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমাদের শ্শুরবাড়ি ও ওমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সেলিমা আহমাদ মেরির বড় বাড়িতে আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি প্রীতি সম্মেলন ও মধ্যহ্নভোজে যোগ দেন।
এফবিসিসিআই চেয়ারম্যান মাতলুব আহমাদ হোমনাবাসীর উদ্দেশে বলেন, আপনাদের উষ্ণ আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। ভবিষ্যতে যে কোনো মহৎ কাজেই আমাকে উৎসাহ যোগাবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন, হোমনা ইউএনও কাজী শহিদুল ইসলাম, হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী, বিশিষ্ট শিল্পপতি মো. জহিরুল ইসলাম, শিল্পপতি মো. সিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক মুহসীন সরকার, যুবলীগ সভাপতি মো. জহিরুল ইসলাম কিশোর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দুপুরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান হেলিকপ্টারে করে দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। নেমে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং শিক্ষকদের সাথে কিছু সময় কাটান।
এ সময় উৎসুক জনতা তাদের এক নজর দেখতে বিদ্যালয়ের আশে পাশে ভিড় জমান।