দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ
দেশের স্বনামধন্য অডিও রেকর্ডিং স্টুডিও ‘রিদম প্লাস ডট কম’র উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ভয়েস আর্টিস্ট এ্যাওয়ার্ড-১৭ ইং।
শুক্রবার (২৪ মার্চ) বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় কচি কাঁচার মিলনায়তনে দেশের প্রখ্যাত ভোকাল আর্টিস্ট ও সাংবাদিকদের এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। এছাড়াও এ্যাওয়ার্ড উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচিত্র নির্মাতা সাদেক সিদ্দিকী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা জামান আব্বাসী, নাট্য ব্যক্তিত্ব ড. ইনামুল হক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ রেজাউর রহমান, টিভি অভিনেত্রী লাকি ইনাম, ভয়েস আর্টিস্ট গাজী মাজহারুল ও সংগীত শিল্পী কণাসহ আরও অনেকে। দেশের স্বনামধন্য বেশ কয়েকজন ভয়েস আর্টিস্টদের পাশাপাশি সাংবাদিকতায় একমাত্র সম্মাননা প্রদান করা হয় দৈনিক আমাদের অর্থনীতি ও আমাদের সময়.ডট কম মফস্বল এডিটর সাংবাদিক শাহীন আলমকে।
পরে একঝাক সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রিদম’র কর্ণধার ওমর আল ফারুক জানান, রিদম প্লাস ডট কম প্রতিষ্ঠালগ্ন থেকে দেশে অডিও ও ভিজ্যুয়াল নির্মাণে বিশেষ ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় এ আয়োজন করা হয়েছে, ইনশাআল্লাহ প্রতিবছরই গুণিজন, গণমাধ্যম, সাংস্কৃতিক কর্মী ও দেশের বিশিষ্টজনদের নিয়ে এ আয়োজন করা হবে।